বারো বছর পর আবার বড়পর্দায় দেখা যাবে কাজল-অজয় জুটিকে

বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির অন্যতম ছিল কাজল-অজয় দেবগণ। ২০০৮ সালে ‘ইউ মি অউর হাম’ ছবিতে তাদের দুজনকে এক সঙ্গে শেষ দেখা গিয়েছিল।পর্দার সেই জুটি ফিরবে ‘তানাজি দ্য আনসাংগ ওয়ারিয়র’ নিয়ে। আগামী বছর মুক্তি পাবে ওই ছবি। এই ছবিটি একটি বায়োপিক। মারাঠা যোদ্ধা তানাজি মালুসারে-র জীবন নিয়েই এই ছবি। এই সিনেমায় অজয় দেবগণকে দেখা যাবে তানাজির চরিত্রে এবং কাজলকে দেখা যাবে তানাজির স্ত্রীর চরিত্রে।

৫ অগস্ট কাজল ৪৫ বছরের পা দিলেন। অজয় তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় মজার বার্তা পাঠিয়ে লিখেছেন,”আপাতত দুজনেই ব্যস্ত ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ নিয়ে”। বারো বছর পরে দুজনে আবারও ব্যস্ত একই ছবির শুটিং নিয়ে।

তারা ১৯৯৯ সালে বিয়ে করেন এবং তাঁদের দাম্পত্য জীবন সুন্দর এটা আমরা সবাই জানি।কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অজয় দেবগণ বলেন যে,তাঁদের সফল দাম্পত্যের রহস্য হল এটাই যে দুজনে একটুও বদলাননি। দুজনেই দুজনের মতো থেকেছেন। কেউ কাউকে পাল্টানোর চেষ্টা করেননি।

সম্পর্কিত খবর