বাংলাহান্ট ডেস্ক: বলিউডের হেভিওয়েট জুটিদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে অন্যতম অক্ষয় কুমার (akshay kumar) ও টুইঙ্কল খান্না (twinkle khanna)। একই ভাবে আর্থিক দিক থেকেও কিন্তু তাঁরা যথেষ্ট হেভিওয়েট। বলিউডের প্রথম সারির অভিনেতা অক্ষয়। এক একটি ছবির জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। আগামী অন্তত দু বছরের শিডিউল তৈরি করা থাকে অক্ষয়ের।
অপরদিকে এখন আর অভিনয় না করলেও কম সম্পত্তির মালকিন নন স্ত্রী টুইঙ্কল খান্নাও। আর্থিক ভাবে স্বাবলম্বী তিনি। সংসারের সমস্ত খরচপত্র স্বামীর সঙ্গে ভাগ তো করেনই, উপরন্তু সন্তানদের পড়াশোনার খবরচও নিজে বহন করেন টুইঙ্কল।
সম্প্রতি কাজলের সাক্ষাৎকার নেওয়ার সময় অক্ষয় ঘরণী তাঁকে জিজ্ঞাসা করেন, অজয় দেবগণ ও তিনি ঘরের খরচ পত্র ভাগাভাগি করেন কীভাবে। তখনি নিজের সংসারের উদাহরণ দিয়ে টুইঙ্কল বলেন, তাঁর বাড়িতে দুই ছেলে মেয়ে আরভ ও নিতারার পড়াশোনার ব্যয়ভার তিনি বহন করেন। যাতে ভবিষ্যতে তিনি সন্তানদের এটা অন্তত বলার সুযোগ পান যে তারা শিক্ষিত হয়েছে তাদের মায়ের জন্য।
অপরদিকে কাজল জানান, তাঁর বাড়িতে অনলাইনে সমস্ত বিল তিনি নিজে ভরেন আর অজয় ভরেন অফলাইন গুলি। অভিনেত্রী আরো বলেন, ছেলে যুগের স্কুলের জন্য যদি তাঁকে সকাল সাতটায় উঠতে হয় কোনোদিন, তাহলে অজয় এমনিও বেশিরভাগ দিনই উঠে পড়েন। ছেলের সঙ্গে প্রাতরাশ সারেন, তাঁকে স্কুলে দিয়ে আসেন। তাই সবসময় কাজলকে উঠতে হয় না। মেয়ে নাইসা যখন ছোট ছিল তখনো অজয় এমনটাই করতেন বলে জানান কাজল।
উল্লেখ্য, প্রভূত সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও কিন্তু সন্তানদের হাতে অত্যন্ত কম টাকা তুলে দেন অক্ষয়। অন্যান্য তারকা সন্তানদের মতো অক্ষয় পুত্র আরভকে খুব কমই দেখা যায় বলিউডের পার্টিতে। ছেলেকে কড়া শাসনে বড় করে তুলছেন অক্ষয়। কারণ তিনি চান না আরভ বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তানদের মতো হোক।
অক্ষয় নিজে অত্যন্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে জায়গা করেছেন। এক সময় তিনিই ছিলেন ‘বহিরাগত’। আজ সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি এই উচ্চতায় উঠেছেন। প্রতিটি পয়সার মূল্য বোঝেন অক্ষয় টুইঙ্কল। নিজেদের শিক্ষাতেই শিক্ষিত করতে চান তাঁরা দুই ছেলেমেয়েকে।