বিবাহিত অক্ষয়ের দিকে নজর, প্রিয়াঙ্কাকে ঠাঁটিয়ে থাপ্পড় মারতে গিয়েছিলেন টুইঙ্কল খান্না

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন অন্তর অন্তর সঙ্গী পালটানো বলিউড তারকাদের কাছে বাঁ হাতের খেল। কেউ কেউ একজনকেই ভালবেসে সারাজীবন তাঁর সঙ্গেই কাটিয়ে দেন,আবার কেউ একসঙ্গে দু তিন জনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে ফাঁপড়ে পড়েছেন। এমনি দুই তারকা হলেন অক্ষয় কুমার (akshay kumar) এবং প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)।

দুজনেই এখন নিজেদের বিবাহিত জীবনে সুখী। কিন্তু এক সময়ে তাঁদের সম্পর্কের গুঞ্জনে মুখরিত ছিল বলিউড, যার জেরে প্রিয়াঙ্কাকে চড়ও মারতে গিয়েছিলেন টুইঙ্কল খান্না (twinkle khanna)। স্বামীর পরকীয়ার কথা শুনে রাগে দিগ্বিদিক জ্ঞান হারিয়েছিলেন তিনি।

twinkle khanna akshay kumar priyanka chopra
এই ঘটনা ‘ওয়াক্ত’ ছবির সময়কার। বলিউডের অভ‍্যন্তরে কান পাতলেই শোনা যেত অক্ষয় ও প্রিয়াঙ্কার বিবাহ বহির্ভূত সম্পর্কের মুখোরোচক গসিপ। নিজের স্বামীর সম্পর্কে এক নাগাড়ে এই ধরনের অভিযোগ শুনতে শুনতে ক্ষেপে উঠেছিলেন টুইঙ্কল। একদিন সোজা ছবির সেটে গিয়ে উপস্থিত হন তিনি। উদ্দেশ‍্য ছিল প্রিয়াঙ্কাকে ঠাঁটিয়ে এক চড় মারা।

কিন্তু সেদিনই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলেন। ছিলেন শুধু অক্ষয়। নিজের সংসার জীবনের খলনায়িকাকে না পেয়ে স্বামীর উপরেই সব রাগ উগড়ে দেন টুইঙ্কল। সেদিন অক্ষয়ই স্ত্রীর রাগ সামলেছিলেন তিনি। তবে ‘ওয়াক্ত’ ছবিটি মুক্তি পেয়েছিল ঠিকই। ছবিতে অক্ষয় প্রিয়াঙ্কার রসায়ন নিয়ে চর্চাও হয়েছিল অনেকদিন।

twinkle akshay Copy
অক্ষয়ের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ‍্য এই একটা নয়। শিল্পা শেট্টি, রবীনা ট‍্যান্ডন, এমনকি রেখার সঙ্গেও তাঁর সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির সকলেরই জানা। এ নিয়ে একাধিক বার বিপদেও পড়েছেন ‘খিলাড়ি কুমার’। কিন্তু শেষমেষ সবাইকে ছেড়ে টুইঙ্কলকেই বিয়ে করেন তিনি।

অপরদিকে প্রিয়াঙ্কাও বিয়ের আগে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে গুঞ্জন শোনা যায়। এ নিয়ে গৌরি খানকেও কম ঝক্কি পোহাতে হয়নি। শোনা যায়, প্রিয়াঙ্কাকে সরাতে শাহরুখকে বিবাহ বিচ্ছেদের হুমকিও দিয়েছিলেন গৌরি।

Niranjana Nag

সম্পর্কিত খবর