বাংলাহান্ট ডেস্ক: গত বছর ইলন মাস্ক (Elon Musk) টুইটার কিনে নেওয়ার পর একাধিক বিতর্কের সৃষ্টি হয় গোটা বিশ্ব জুড়ে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে টুইটারের (Twitter) একাধিক নীতি পরিবর্তন। সব কিছু নিয়েই চরম বিতর্ক হয়। আরও একটি জিনিস নিয়ে বিতর্ক হয়েছিল। ইলন ঘোষণা করেছিলেন যে সবাইকেই ব্লু টিক বা ভেরিফিকেশন দেবেন। কিন্তু তার জন্য প্রতি মাসে ৮ ডলার করে দিতে হবে। আমেরিকা (USA) সহ বিভিন্ন দেশে এটি চালু করার পর এ বার ভারতেও লঞ্চ করল টুইটার ব্লু (Twitter Blue)।
ভারত (India) ছাড়াও ব্রাজিল (Brazil) ও ইন্দোনেশিয়াতেও (Indonesia) এই পরিষেবা চালু করা হয়েছে বলে খবর। টুইটার সূত্রে খবর, এই পরিষেবার দু’টি প্ল্যান থাকছে ভারতে। প্রথম প্ল্যানটির অধীনে ব্যবহারকারীর থেকে ৬৮০০ টাকা নেওয়া হবে। ফলে প্রতি মাসে ৫৬৬ টাকা দিতে হবে ব্যবহারকারীকে। অন্য প্ল্যানটি বছরে ৭৮০০ টাকার। এর ফলে ব্যবহারকারীর থেকে প্রতি মাসে ৬৫০ টাকা নেওয়া হবে।
Twitter has finally launched its premium subscription, Twitter Blue, in India. The monthly fee for those accessing it through the Twitter website is ₹650, while for those subscribing via the Android or iOS app, it's ₹900. pic.twitter.com/Q2AJngkJoR
— DealzTrendz (@dealztrendz) February 9, 2023
এই মুহূর্তে টুইটারের তরফে শুধু কার্ডের মারফত পেমেন্ট নেওয়া হচ্ছে। এর মধ্যে ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার কার্ড ইত্যাদি দিয়ে টুইটার ব্লুয়ের সাবস্ক্রিপশন নেওয়া যাবে। যদিও আপাতত রুপে ও ইউপিআই পরিষেবা গ্রহণ করছে না টুইটার। জানিয়ে রাখি, এই প্ল্যানটি টুইটার ওয়েবের ক্ষেত্রে প্রযোজ্য।
#TwitterBlue is officially launched in India
App Version: Rs. 900/month
Web version: Rs. 650/month
If you take Annual Plan, it will be Rs.6800/Per Year or Rs.566.67/month pic.twitter.com/5tQFM5yVWK
— TechGlare Deals (@Tech_glareOffl) February 9, 2023
অ্যান্ড্রয়েড (Android) ও অ্যাপল (Apple) ব্যবহারকারীদের আরও একটু বেশি টাকা খরচ করতে হবে। এই দুই ধরনের ব্যবহারকারীদের প্রতি মাসে ৯০০ টাকা করে দিতে হবে। টুইটার ব্লুতে শুধু ভেরিফিকেশনের সুবিধাই থাকবে না। আরও অন্যান্য সুযোগ সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। টুইট করার পর তা এডিট করা, বুকমার্ক সাজানো, অ্যাপের আইকন নিজের পছন্দ মতো করে নেওয়া, HD ভিডিও ইত্যাদির মতো ফিচার পাওয়া যাবে।
এছাড়াও রিপ্লাই দেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে মেনশন, সার্চ, লম্বা ভিডিও এবং অন্যান্য আরও কিছু জিনিসকে গুরুত্ব সহকারে দেখা হবে। এর আগে ব্যবহারকারীরা জানিয়েছিলেন, টুইটার ওয়েবে টুইটার ব্লুয়ের বোতামটি দেখা যাচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যবসার ক্ষেত্রে টুইটার ব্লুয়ের অন্য একটি সংস্করণ ব্যবহার করা হবে। টুইটার ব্লু বিজনেসের (Twitter Blue Business) ক্ষেত্রে ব্যবহারকারীদের একটি সোনালি চেকমার্ক দেওয়া হবে। যাতে সাধারণ অ্যাকাউন্টের সঙ্গে ব্যবসায়িক অ্যাকাউন্টের পার্থক্য বোঝা যায়।