ভারত বিশ্বকাপ জেতায় তিরঙ্গা নিয়ে রাস্তায় নেমেছিলেন পরাগ, ক্রিকেট নিয়ে আবেগ রয়েছে ট্যুইটারের নতুন CEO-র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ট্যুইটারের নতুন সিইও হয়েছেন পরাগ আগরওয়ালও, এই খবর তো অনেকেই জানেন। কিন্তু তিনি যে একজন ক্রিকেট অনুরাগী তা কি আপনি জানতেন। তার ক্রিকেট অনুরাগের অনুমান পাওয়া যেতে পারে একটি ছবি থেকে। ২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জয় করেছিল, তখন পরাগ বিজয় উদযাপন করতে রাস্তায় নেমেছিলেন। তার হাতেও ছিল তেরঙ্গা। টুইটারের সিইও হওয়ার পর থেকেই পরাগের এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর পুরনো পোস্টে দেখা যাচ্ছে তেরঙা হাতে সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন পরাগ। ২০১১ সালে টিম ইন্ডিয়া দ্বিতীয়বার একদিনের ফরম্যাটে বিশ্বকাপ জিতেছিল। তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। এর আগে ১৯৮৩ সালে। ২৮ বছর বাদে বিশ্বকাপ জিতেছিল ভারত।

সম্প্রতি টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন। এর পরে, কোম্পানির বোর্ড চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পরাগ আগরওয়ালকে কোম্পানির নতুন সিইও হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

৩৭ বছর বয়স্ক পরাগ, বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ সিইও। আইআইটি বোম্বেতে পড়া পরাগ আগরওয়ালও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন। টুইটার তাকে ২০১৮ সালে চিফ টেকনোলজি অফিসার করে। টুইটারে যোগদানের আগে, পরাগ আগরওয়াল ইয়াহু, মাইক্রোসফ্ট এবং এটিঅ্যান্ডটি-এর মতো শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাগুলির সাথে কাজ করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর