বাংলাহান্ট ডেস্ক : টুইটারের সাম্প্রতিক মালিক ইলন মাস্ক জানিয়েছেন, মানুষ এখন টুইটারের মাধ্যমেও অর্থ উপার্জনে সক্ষম হবেন। ইলন জানান ধীরে ধীরে ব্যবহারকারীরা এতে লং ভিডিও আপলোড করতে পারবেন। এর জন্য টুইটার তার মনিটাইজেশনের ওপর কাজ করছে। যা, ইউটিউবের মনিটাইজেশন সিস্টেমের চেয়েও ভালো হবে বলে ইলনের দাবি। উনি এটাও বলেন যে এতে কনটেন্ট ক্রিয়েটর-রাও উপকৃত হবেন কারণ এতে শুধু ভিডিও না অন্যান্য কনটেন্ট-ও যাবে।
এরপর এরদায়াস্ট্রোনট নামের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয় যে, যদি তিনি ইউটিউবের মতো মনিটাইজেশন সিস্টেম পান, তাহলে টুইটারেই ফুল লেন্থ ভিডিও আপলোড করবেন। মাস্ক উত্তরে বলেন, ব্লু সাবসক্রিপশনের জন্য তাঁরা আপাতত ৪২ মিনিটের ১০৮০ রিসোলিউশন যুক্ত ভিডিও গ্রহণ করছেন। এর সাহায্যে বড়ো ভিডিওগুলিকে ভাগ ভাগ করে পোস্ট করা যাবে। পরের মাস থেকে এই সীমা নির্ধারণ বা ফিক্স করা হবে।
তিনি মনিটাইজেশনের ব্যাপারটা নিয়ে হয়তো পরে আরও মুখ খুলবেন। তিনি আরও বলেন যে, টুইটারে লং ফর্ম টেক্সট বা বড়ো টেক্সট যুক্ত করার বৈশিষ্টটি শীঘ্রই টুইটারে যুক্ত হতে চলেছে। তিনি এও বলেন যে, কনটেন্ট ক্রিয়েট ফার্ম বা কোম্পানিগুলিকেও মনিটাইজেশন দেবে।
মাস্ক টুইটারে ৪৪ বিলিয়ন ডলারের নতুন চুক্তি সম্পন্ন করেছেন। এর ফলে টুইটারে নতুন নতুন অনেক সংস্করণ যুক্ত হতে চলেছে। এছাড়াও ব্লু সাবস্ক্রিপশন অনেকগুলি দেশে চালুও হয়ে গেছে। এবং এর সাথে ব্যবহারকারীদের অন্যান্য বৈশিষ্টগুলির সুবিধাও দেওয়া হয়েছে।