বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক (Elon Musk)। গত বছরই তিনি মাইক্রো ব্লগিং সাইট টুইটার (Twitter) অধিগ্রহণ করেছেন। কিন্তু মাস্ক টুইটার কেনার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটটি কিনেই তিনি ছাঁটাই করে দেন বহু কর্মীকে। যা নিয়ে তুমুল কটাক্ষ করা হয়েছিল ইলন মাস্ককে। এ বার আরও একটি বড় খবর এল টুইটার নিয়ে।
ভারতে ৩টির মধ্যে ২টি অফিস বন্ধ করে দিল টুইটার। তবে এখানে ছাঁটাই করা হয়নি। কর্মীদের বলা হয়েছে বাড়ি থেকে কাজ করতে। টুইটার কেনার পর থেকে ইলন মাস্কের লক্ষ্য ছিল খরচ কমানো। সেই জন্যই প্রথমদিকে ছাঁটাই করেছিলেন তিনি। এ বার খরচ কমাতে ভারতের দু’টি অফিস তুলে দেওয়া হল। টুইটারের দিল্লি (New Delhi) ও মুম্বইয়ের (Mumbai) অফিস বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
গত অক্টবরে টুইটার কেনার পর থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে চলেছেন ইলন। বিশ্বজুড়ে টুইটারের অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সব কর্মীদের বাড়ি থেকে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারতে একমাত্র বেঙ্গালুরুর অফিস থেকেই কাজকর্ম হচ্ছে। এই অফিসে মূলত ইঞ্জিনিয়াররা রয়েছেন।
গত বছর ভারতের ২০০ জন কর্মীর মধ্যে ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে দিয়েছিল টুইটার। এ বার দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দিল তারা। জানা গিয়েছে, সংস্থার স্যান ফ্রানসিস্কোর (San Francisco) অফিসের অনেক জিনিসেরই নিলাম করে দেওয়া হয়েছে। মোট ৬৩১টি জিনিস নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে সোফা, চেয়ার, সাজানোর জিনিসপত্র এবং রান্নাঘরের সামগ্রী।
হেরিটেজ গ্লোবাল পার্টনার্স সার্ভিসেসের মতে, টুইটারের প্রতীক পাখিটিও বিক্রি হয়ে গিয়েছে। তবে লোগো নয়, স্যান ফ্রানসিস্কোর সদর দফতরে থাকা টুইটারের পাখির একটি মূর্তি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় ৮১ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে সেটি। পাশাপাশি একটি ১০ ফুট উচ্চতার নিয়ন আলোও ৪০ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে।