বাংলাহান্ট ডেস্ক : ইলন মাস্ক (Elon Musk) টুইটার (Twitter) কেনার পর থেকে তার খারাপ সময় যাচ্ছে। এমনকি ইলন মাস্কের টুইটার কেনার বিষয়টি এখনও পর্যন্ত অর্থনীতিবিদদের কাছে লাভজনক (Profitable) চুক্তি হিসাবে প্রমাণিত হয়নি। মাস্ক যখন টুইটার কিনেছিলেন তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ঘটনাচক্রে তার মাত্র কয়েক মাসের মধ্যে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট হারিয়েছেন। বলা বাহুল্য, মাস্ক টুইটারের অফিসের ভাড়াও (Office Rent) পরিশোধ করেননি।
এখন ইলন মাস্ক সান ফ্রান্সিসকো সদর দফতরের কিছু জিনিস নিলামে চড়িয়েছেন। এই নিলামের তালিকায় টুইটার অফিসে সোফা, চেয়ার, সাজসজ্জার সামগ্রী এবং রান্নাঘরের সরঞ্জাম সহ 631 টি জিনিস রাখা হয়েছে। শুধু তাই নয়, টুইটারের লোগোও নিলামে তোলা সম্পত্তির মধ্যে রয়েছে। হেরিটেজ গ্লোবাল পার্টনার্স সার্ভিসের মতে, ২৭ ঘণ্টার এই অনলাইন নিলামে, এই টুইটার বার্ড স্ট্যাচুটি $100,000 অর্থাৎ 81,25,000 টাকায় বিক্রি হয়েছে।
সূত্রের খবর, একই সময়ে, টুইটার পাখির লোগোর আকৃতির একটি 10 ফুট উচ্চ নিয়ন আলো $40,000-এ নিলাম করা হয়েছে। এই নিলামে বিলাসবহুল সোফা, লাউঞ্জ চেয়ার এবং লম্বা কনফারেন্স টেবিলও রাখা হয়েছিল। এর পাশাপাশি নিলামের জন্য রাখা হয়েছে একটি অর্গোনমিক ডেস্ক, টিভি, সাইকেল চালিত চার্জিং স্টেশন, পিৎজা ওভেন এবং একটি “@” চিহ্নের আকারে একটি আলংকারিক প্ল্যান্টারও।
ইতালীয় কোম্পানি লা মারজোক্কোর তৈরি এসপ্রেসো মেশিনও নিলাম করার পরিকল্পনাও করা হয়েছে। এখনও পর্যন্ত একটি মেশিনের জন্য বিড করা হয়েছে $11,000 অর্থাৎ 8,94,096 টাকা। এই অনলাইন নিলামে 20,000 জন রেজিস্টার করেছিলেন বলেই জানা গিয়েছে। এই নিলামের পরিচালনায় থাকা হেরিটেজ গ্লোবালের তরফ থেকে জানানো হয়েছে যে, এটি তাদের সংস্থার তরফে গত 90 বছরে আয়োজিত সবচেয়ে বড় নিলাম।