আফগানি বায়ুসেনার দুটি হেলিকপ্টারের মুখোমুখি টক্করে মৃত্যু ১৫ জনের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) ভয়াবহ হাওয়াই দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে দক্ষিণ হেলমন্দের নবা জেলায় আফগান বায়ুসেনার দুই হেলিকপ্টারের মধ্যে টক্কর হয়। এই সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। টেলো নিউজ এই ঘটনার তথ্য দিয়েছে।

টেলো নিউজের রিপোর্ট অনুযায়ী, হেলিকপ্টারের মাধ্যমে কম্যান্ডোদের এক জায়গা থেকে আরেক যায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর আহত জওয়ানদের সেই হেলিকপ্টারে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। শোনা যাচ্ছে যে, ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছিল।

যদিও, আফগান প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে এই দুর্ঘটনা নিয়ে কোনও বয়ান জারি করা হয়নি। আরেকদিকে, প্রান্তীয় গভর্নরের মুখপাত্র ওমর জবাক এই দুর্ঘটনার কথা স্বীকার করেছেন, কিন্তু এই নিয়ে বেশি তথ্য জানানো হয়নি।

X