রাশিয়ার ক্যাপসুলে “বন্দি” আমেরিকার দুই বিজ্ঞানী! তাঁরা জানেনই না বাইরে বেঁধেছে যুদ্ধ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের এক্কেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত হামলা ইতিমধ্যেই গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এমতাবস্থায়, দুই আমেরিকান স্পেস ইঞ্জিনিয়ার মস্কোতে একটি ক্যাপসুলে “বন্দি” অবস্থায় রয়েছেন।

এমনকি, মনে করা হচ্ছে যে, বাইরে চলা ভয়াবহ যুদ্ধের ব্যাপারেও তাঁরা অবগত নন। ওই দুই বিজ্ঞানী নাসার পক্ষ থেকে ৮ মাসের একটি দীর্ঘ মহাকাশ পরীক্ষায় যুক্ত রয়েছেন। এদিকে, যুদ্ধের আবহে একদিকে যেখানে আমেরিকান নাগরিকরা যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ছাড়ার চেষ্টা করছেন, অন্যদিকে এই বিজ্ঞানীরা বিষয়টির গভীরতা সম্পর্কে কোনো কিছুই আঁচ করতে পারছেন না।

আসলে, নাসা একটি পরীক্ষা করছে। যার নাম হল- SIRIUS 21। এর প্রধান উদ্দেশ্য হল মহাকাশচারীদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হওয়া। এই পরীক্ষায় যুক্ত মোট ৬ জন বিজ্ঞানী একটি ক্যাপসুলের মধ্যে আটকে রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ব্রাউন এবং অ্যাশলে কোয়ালস্কি। তবে, তাঁরা ছাড়াও তিনজন রুশ নাগরিক এবং আমিরশাহীর একজন নাগরিকও ক্যাপসুলে ওই পরীক্ষায় যুক্ত রয়েছেন।

নাসার এই মিশনের অধীনে বিজ্ঞানীরা নভেম্বরে ক্যাপসুলে গিয়েছিলেন এবং তাঁরা জুলাই পর্যন্ত সেখানে থাকবেন। বহির্বিশ্বের সাথে তাঁদের যোগাযোগের একটাই মাধ্যম, সেটা হল ইলেকট্রনিক অক্ষর। এই ইলেকট্রনিক অক্ষরগুলি পরীক্ষায় জড়িত একজন কো-অর্ডিনেটর দ্বারা একটি সুরক্ষিত সার্ভারে আপলোড করা হয়।

এই প্রসঙ্গে উইলিয়াম ব্রাউনের এক সহকর্মী ডেইলি মেইলকে জানিয়েছেন যে, ইউক্রেনে রাশিয়ার হামলার আগেই তিনি ব্রাউনের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এখন তিনি জানেন না যে ব্রাউন যুদ্ধ সম্পর্কে আদৌ কিছু জানেন কি না! এমনকি যুদ্ধ শুরু হওয়ার পরে তাঁদের যুদ্ধের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা তাও তাঁরা স্পষ্টভাবে জানেন না।

পাশাপাশি, তিনি এই ব্যপারে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, ওই বিজ্ঞানীরা যুদ্ধ সম্পর্কে কিছু জানেন কি না এই ব্যাপারে নাসা কোনো তথ্য দিচ্ছে না। পাশাপাশি, নাসা এও জানায়নি যে, তারা এই পরীক্ষা চালিয়ে যেতে চায় নাকি এটি বন্ধ করার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ রাশিয়ার কোনো বাণিজ্যিক বিমান এখন আমেরিকায় যেতে পারবে না। তবে আমেরিকার এই সিদ্ধান্তে পুতিন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন তা এখনও স্পষ্ট নয়। পুতিনও যদি আমেরিকান বিমানের জন্য তাঁদের আকাশসীমা বন্ধ করে দেন তাহলে যে সমস্ত আমেরিকান নাগরিকরা রাশিয়া ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা বড় ধাক্কা পাবেন।

WhatsApp Image 2022 03 06 at 10.29.10 AM

এদিকে, আমেরিকা তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে। কয়েকদিন আগে, এই খবর সামনে এসেছিল যে, বাইডেন প্রশাসন রাশিয়ায় উপস্থিত আমেরিকান সংস্থাগুলিকে জানিয়েছিল তাদের লোকেরা যদি শীঘ্রই রাশিয়া ছেড়ে না যায় তবে তাঁদের কারারুদ্ধও করা হতে পারে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ১০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবুও, ক্রমাগত হামলা থেকে রাশিয়া পিছিয়ে আসতে রাজি নয়। এমতাবস্থায়, সমগ্র বিশ্বের সাথে রাশিয়ার সম্পর্ক ক্রমশ যে তলানিতে ঠেকছে তা মনে করছেন বিশেষজ্ঞ মহল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর