বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন নম্বর ক্লোন করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন। ফোনে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটানোর কথা বলা হয়। যা শুনে রীতিমতো হকচকিয়ে যান চেয়ারম্যান। তবে কিছুক্ষণেই পর্দাফাঁস। অভিষেকের গলা নকল করে, তার ফোন নম্বর ক্লোন করে করা হয়েছিল এই ফোন! ভয়ঙ্কর এই ঘটনায় এক রূপান্তরকামী-সহ দিল্লি (Delhi) থেকে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
ঠিক কী ঘটেছিল? গত ৭ জুন রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানের কাছে অভিষেকের নাম করে এক ব্যক্তি ফোন করেন। ফোনে তিনি বলেন, “সোফিয়া চক্রবর্তী নামে এক মহিলার জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেটি দেখে নিতে হবে। ” তবে ফোনটি পাওয়ার পরই সন্দেহ হয় পুরসভার চেয়ারম্যানের। তিনি বুঝতে পেরে যান এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা নয়। ফোন থেকেই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে গোটা বিষয়টি জানান তিনি।
জানা গিয়েছে ঘটনা শোনার পরই অভিষেকের অফিস থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই শুরু হয় তদন্ত। উঠে আসে দিল্লি যোগ। এরপরই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দিল্লিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে রীতিমতো চোখ কপালে। পুলিশ জানতে পারে ওই সোফিয়া
আদতে শুভজিৎ।
জানা যায় শুভজিতের এক বন্ধু অভিষেক চৌধুরী আইটি সেক্টরে কাজ করেন। সেই বন্ধুর সাহায্য নিয়ে তাকে দিয়েই অভিষেকের ফোন নম্বরটি ক্লোন করিয়ে ফোন করায় শুভজিৎ। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। এক রূপান্তরকামী সহ দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
আরও পড়ুন: ED- র ভূমিকায় রুষ্ঠ! নিয়োগ মামলায় বিরাট নির্দেশ বিচারপতি সিনহার, তোলপাড় রাজ্য
কলকাতা নিয়ে এসে গতকাল ধৃতদের আদালতে হাজির করানো হয়। আদালত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই গোটা ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেই খোঁজে চলছে তদন্ত। পুলিশ জানিয়েছে, যে নম্বরটি ক্লোন করা হয়েছিল সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বর নয়।