চাঞ্চল্যকর ঘটনা! হঠাৎ রাইফেল উঁচিয়ে মেঘালয়ে হাজির বাংলাদেশের দুই জওয়ান! তারপর…

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ধুন্ধুমার কাণ্ড! রাইফেল নিয়ে মেঘালয়ে (Meghalaya) ঢুকে পড়লেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (Border Force of Bangladesh) দুই জওয়ান। আবার তাঁদের তাড়া করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারাই। ভাইরাল হয়েছে সেই ঘটনার একটি ভিডিও মারাত্মক ভাইরাল (Viral Video) হয়েছে নেট দুনিয়ায়।

জানা যাচ্ছে, এই পুরো বিষয় নিয়ে বর্ডার গার্ডস বাংলাদেশের কাছে অভিযোগও জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশের দুই সেনা জওয়ান। তাঁরা কোনও ভারতীয়কে হেনস্থা করেননি বলেও ওই রিপোর্টগুলিতে দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

জানা যাচ্ছে, বুধবার বিকেল চারটে নাগাদ মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রঙ্গারা এলাকায় ঢুকে পড়েন বাংলাদেশের সীমান্তরক্ষীর বাহিনীর দুই জওয়ান। দু’জনের হাতেই অ্যাসল্ট রাইফেল এবং লাঠি ছিল। বিজিবির পোশাকও পরেছিলেন দু’জনেই। নিজেদের ভূখণ্ডে দুই বাংলাদেশি জওয়ানকে দেখতে পেয়ে ঘাবড়ে যান মেঘালয়ের বাসিন্দারা। তারপরই দুই বাংলাদেশি জওয়ানকে তাড়া করে বাংলাদেশে ফেরত যেতে বাধ্য করেন তাঁরা। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বিভিন্ন সূত্রে একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে আলোচনা চলছে বিএসএফের। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিজিবি দাবি করেছে যে পাচারকারীদের ধরার সময় ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশের দুই জওয়ান। এটা সম্পূর্ণটাই অনিচ্ছাকৃত ভুল।

এই প্রসঙ্গে এক বিএসএফ আধিকারিক জানান, যেহেতু সীমান্তের কাছে রঙ্গারা গ্রাম অবস্থিত, তাই তাঁরা নাকি বুঝতে পারেননি যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।

সীমান্তরেখা লঙ্ঘনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই পদক্ষেপ করা হয়। তবে জানা যাচ্ছে ওই দুই বাংলাদেশি জওয়ানের বিরুদ্ধে কাউকে হেনস্থার অভিযোগ ওঠেনি। তাই ভারতও মনে করছে ওই জওয়ানরা ভুল করেই ঢুকে পরে ভারতীয় ভূখণ্ডে।

X