কমনওয়েলথ গেমসে না নেমে আত্মীয়র বাড়ি ঘুরতে গিয়েছিলেন দুই বাংলাদেশি প্যাডলার, পেলেন কড়া শাস্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আচ্ছা, আপনার ছোটবেলায় এমন ঘটনা কি ঘটেছে, যে আপনি স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু স্কুলে না গিয়ে আপনি অন্য কোথাও ঘুরতে চলে গিয়েছিলেন? ছোটবেলায় আমরা অনেকেই এমন কীর্তি করেছি। তারপর যখন গোটা ব্যাপারটা প্রকাশ্যে আসে তখন হয়তো কপালে জুটেছে কড়া শাসন। কিন্তু পরবর্তীকালে বড় হয়ে আপনি যখন সেই ঘটনাগুলো স্মরণ করেন তখন আপনার অজান্তেই আপনার ঠোঁটের কোণে একটি মৃদু হাসি জন্ম নেয়।

ঠিক এমনটাই করেছেন বাংলাদেশের দুই টেবিল টেনিস খেলোয়াড়। তবে আপনি আপনার ছোটবেলার স্মৃতিগুলো মনে করে যেমন মৃদু হাসি হেসে উঠতে পারেন তাদের ক্ষেত্রে এমনটা হবে না। তারা যতবারই মনে করবেন যে তারা কি করেছিলেন কতবারি লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে তাদের। কারণ তাদের এই আচরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রীড়া জগতে বাংলাদেশের সম্মান।

কমনওয়েলথ গেমসে অংশ নিতে বাংলাদেশের বাকি ক্রীড়াবিদদের সঙ্গে বার্মিংহামে উড়ে গিয়েছিলেন দুই প্যাডলার সোনাম সুলতানা সোমা এবং সাদিয়া আখতার মৌ। কিন্তু পদক জেতার কোনো সম্ভাবনা নেই সেটা বুঝতে পেরে খেলায় অংশ না নিয়ে তারা লন্ডনে নিজেদের আত্মীয়দের বাড়িতে ঘুরতে চলে যান। তাদের এই আচরণের কথা প্রকাশ্যে আসার পর তাদের দুজনকে যথাক্রমে তিন এবং দুই বছরের জন্য ব্যান করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

soma mou

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শেখ মহম্মদ জাহাঙ্গীর আলম একটি বিবৃতিতে জানিয়েছেন, “শনিবার আয়োজিত বৈঠকের পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই ঘটনা দেশের সুনামি বড় আঘাত করেছে। দুই পার্লারের ৫ই আগস্ট ম্যাচ ছিল কিন্তু তারা সেই ম্যাচে না নেমে তাদের নিজস্ব কাজ করতে চলে যান। তাই তাদেরকে এই সাজা দেওয়া হয়েছে।”

জাহাঙ্গীর আলম আরও জানিয়েছেন, “সোমা, ৪ঠা আগস্ট নিজের প্রথম ম্যাচটি খেলার সময় হালকা চোট পেয়েছিলেন পেশিতে। তাদের সঙ্গে থাকা চিকিৎসক তার চোটটি পরীক্ষা করে দেখেন এবং জানান যে সেটি বড় কোনো আঘাত নয় যার জন্য সোমা পরেরদিন কোর্টে নামতে পারবেন না। তাকে বেশি হাঁটাচলা করতে নিষেধ করেন চিকিৎসক। পরেরদিন সোমা আমাকে ফোন করে লন্ডন ঘুরতে যাওয়ার অনুমতি চান, যা আমি দিইনি। কারণ পরের দিন তার ম্যাচে নামার কথা ছিল। এরপর তারা দুজনেই আমার ফোন তোলেনি আর এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে রাত আটটা নাগাদ তারা গেমস ভিলেজে ফেরত আসেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর