সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে BSF-র গুলিতে মৃত দুই বাংলাদেশি পাচারকারী

বাংলা হান্ট ডেস্কঃ পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। ফের একবার এমনই এক ঘটনা উঠে এলো মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে। ঘটনাটি ঘটেছে আজ ভোরে। বিএসএফের গুলিতে নিহত হয়েছে দুই বাংলাদেশি পাচারকারী। ঘটনায় আহত হয়েছেন দুই বিএসএফ কর্মীও।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মৃত ওই দুই বাংলাদেশির নাম ইউনুস আলি ও মহম্মদ সাগর। চ্যাংরাবান্ধার ধরলা নদী সংলগ্ন এলাকায় বেশ খানিকটা খোলা সীমান্ত রয়েছে। সেই খোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই দুই পাচারকারী। গোপন খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ জওয়ানরা। পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জওয়ানদের। খবর অনুযায়ী, দুই বিএসএফ জওয়ানকে প্রায় ঘিরে ফেলে পাচারকারীরা। শুরু হয় মারধর। শেষ পর্যন্ত জওয়ানদের গুলিতে নিহত হয় ওই দুই পাচারকারী।

ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মাথাভাঙার মর্গে। এই ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। যদিও বিএসএফ কর্তা এবং মাথাভাঙার পুলিশকর্মীরা আশ্বাস দিয়েছেন, এই ঘটনার তদন্ত চালানো হবে। কি কারণে এই অনুপ্রবেশ তাও এখন খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা।

IMG 20210628 121540

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ থেকে একাধিক জঙ্গী মানসিকতাসম্পন্ন যুবকরা তালিবানে যোগ দেওয়ার জন্য আফগানিস্থানে যেতে চাইছে। তারাও পথ করে নিচ্ছে ভারতের মধ্যে দিয়েই সেই কারণেই এ ধরনের অনুপ্রবেশ কিনা তাও এখন খতিয়ে দেখছে পুলিশ।

 


Abhirup Das

সম্পর্কিত খবর