আসানসোলে ডাম্পারের ধাক্কায় মৃত্যু দুই BJP নেতার! দুর্ঘটনা না খুন? তদন্তের দাবি পদ্ম শিবিরের

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আসানসোলে (Asansol) পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল দুই বিজেপি নেতার (BJP Leader) । রাতের অন্ধকারে আসানসোলের বারাবনি থানার আমডিহা পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তাতেই মৃত্যু হয় বাবলু সিং (৩৮) এবং মহেন্দ্র সিং (৩৭) নামে দুই স্থানীয় বিজেপি নেতার। যদিও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পদ্ম শিবির।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত নটা নাগাদ বারাবনি থানার আমডিহা পেট্রোল পাম্প এর কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি মোটরবাইকে চেপে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে সংঘর্ষের দরুনই দুর্ঘটনা বলে অনুমান। এরপর রাতেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল থানার পুলিশ। দুই বিজেপি নেতাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত দুই নেতা পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের দাসকেয়ারী সিনহাপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পেশায় দুজনেই ঠিকাদার হলেও রাজনৈতিকভাবে বিজেপির সদস্য ছিলেন তাঁরা। এদিকে দুই দলীয় নেতার মৃত্যুর খবর চাউর হতেই হাসপাতালে আসেন বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়রা।

bjp tmc

তারাই জানায়, মৃত দুই কর্মী রবিবার গ্রামের বাড়িতে তাঁদের বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “এটা দুর্ঘটনা না খুন, তা তদন্ত করে দেখুক পুলিশ। যদিও পুলিশের তদন্তে বিশ্বাস নেই।”

আবার অন্য দিকে, স্থানীয় তৃণমূল নেতা অসিত সিংহ বলেন, “আমাদের পরিবারের ছেলে। খবর পেয়ে তাঁদের মা, বাবাকে গাড়ি করে নিয়ে আসি। অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু বাঁচানো যায়নি। আমাদের নামে দোষারোপ করে লাভ নেই। তদন্ত হোক। যে দোষী, সে সাজা পাবেই।” আজ সোমবার আসানসোল জেলা হাসপাতালে দেহ দুটির ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর