বিজেপিতে হুলস্থূল! জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে পদ ছাড়লেন মুর্শিদাবাদের দুই বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না গেরুয়া শিবিরের। একুশের নির্বাচনে হারের পর বিজেপিতে দেখা গিয়েছে একের পর এক ভাঙন। নেতা, বিধায়করা তো দূরের কথা, কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছেন। পাশাপাশি একুশের নির্বাচনের পর থেকে এরাজ্যের একটিও নির্বাচনে জেতেনি তাঁরা। তবে কলকাতায় ৩টি কাউন্সিলর করতে পেরেছে গেরুয়া শিবির।

অন্যদিকে, উপ নির্বাচনগুলোতেও হারের মুখে বিজেপি। এমনকি বিজেপির গড় বলে পরিচিত আসানসোল কেন্দ্রেও গেরুয়া শিবিরকে হারের মুখে পড়তে হয়েছে। এছাড়াও বালিগঞ্জের উপনির্বাচনে জমানত জব্দ হয়েছে বিজেপির আর এরই মধ্যে রাজ্য সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন বিজেপির দুই বিধায়ক।

মুর্শিদাবাদের বিজেপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে রাজ্যের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র এবং রাজ্য কমিটির সদস্য বাণী গাঙ্গুলি। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে গৌরীবাবু জানান, জেলার মণ্ডল সভাপতির জন্য ৫১ জনের নাম দেওয়া হয়েছিল। সেখান থেকে জেলা সভাপতি নিজের মতো করে ১৮ জনের নাম বাদ দিয়ে নিজের লোক ঢুকিয়েছেন। আর এই কারণেই তিনি রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

MSD BJP resigns

এখানেই থেমে না থেকে, তিনি বিজেপিকে টিকিয়ে রাখতে জেলায় আলাদা করে সংগঠন গড়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তবে, তিনি পদ ছাড়লেও বিজেপি যে ছাড়ছেন না, সেটা স্পষ্ট করেছেন। অন্যদিকে, বিজেপির আরেক বিধায়ক কাঞ্চন মৈত্র বলেছেন, জেলার সভাপতি তুঘলকি আচরণ করছেন। আর এই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর