১৪ জুন সুশান্তের ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয় দুটি দেহ! ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল‍্য নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু মামলায় সিবিআইকেই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (supreme court)। কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় এখনও এই বিষয় নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। নিত‍্যদিনই একের পর এক তথ‍্য সামনে আসছে যা নিয়ে তৈরি হচ্ছে রহস‍্য।

এবার ভাইরাল (viral) হয়েছে এমন একটি ছবি (photo) যা নিয়ে ফের সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। ছবিতে দেখা যাচ্ছে সুশান্তের ফ্ল‍্যাট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সাদা কাপড়ে মোড়া দুটি দেহ। অর্থাৎ ১৪ জুন ফ্ল‍্যাটে শুধু অভিনেতার দেহই নয়, ছিল আরও একটি দেহ, এমনই বক্তব‍্য নেটজনতার।

IMG 20200819 195606
কিন্তু ভাইরাল হওয়া ছবিটি এতই অস্পষ্ট যে কিছুই বোঝা সম্ভব নয়। নেটিজেনের একাংশ এই ছবিটি সম্পর্কে সিবিআইয়ের মনোযোগ দাবি করেছেন। বুধবার সুশান্ত সিং রাজপুত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। এর আগে সুশান্ত মামলার তদন্ত বিহার থেকে মুম্বই নিয়ে আসার জন‍্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী (rhea chakraborty)।

বুধবার তার শুনানিতে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মহারাষ্ট্র পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তে সাহায‍্য করার জন‍্য।

914491 sushantsinghrajput bipolardisorder

মুম্বই পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত তদন্ত থেকে প্রাপ্ত যাবতীয় প্রমাণ সবই সিবিআইয়ের হাতে তুলে দিতে। সিবিআইয়ের SIT টিম এবার শীঘ্রই মুম্বই পুলিসের ডিসিপি ক্রাইম ব্র‍্যাঞ্চ অফিসারের সঙ্গে দেখা করে মামলার সঙ্গে যুক্ত ময়না তদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, বয়ান, মোবাইলের ময়না তদন্ত রিপোর্ট নিজেদের অধিকারে নেবে।

শুনানির সময় শীর্ষ আদালত জানায়, বিহার পুলিসের এফআইআর দায়ের করার অধিকার ছিল। পাটনায় দায়ের হওয়া এফআইআর একদম সঠিক। বিহার পুলিসেরও মামলায় তদন্ত করার অধিকার ছিল। উপরন্তু মুম্বই পুলিস শুধুমাত্র সুশান্ত মৃত‍্যুকে আত্মহত‍্যা হিসাবে দেখে সেই অনুযায়ী তদন্ত করেছে। অপরদিকে বিহার পুলিস পুরো মামলাটির বিভিন্ন দিক খতিয়ে দেখে এফআইআর দায়ের করেছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর