অভিনব পন্থায় টাকা আত্মসাৎ, চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল দুই বলি অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক : আবারো চিটফান্ড (Chitfund Case) কেলেঙ্কারির পর্দাফাঁস দেশে। চিটফান্ড সংস্থার আড়ালে থেকে সাধারণ মানুষের কষ্টের উপার্জনের অর্থ প্রতারণা করে আত্মসাতের অভিযোগ উঠল। তবে এবার কোনো সাধারণ মানুষ নয়, চিটফান্ড (Chitfund Case) কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউডের দুই জনপ্রিয় অভিনেতার। চিটফান্ডের আড়ালে থেকে আমজনতার অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠল শ্রেয়স তলপড়ে এবং অলোক নাথের বিরুদ্ধে।

বলিউডেও এবার চিটফান্ড মামলা (Chitfund Case)

জানা গিয়েছে, প্রতারণার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। থ্রিফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট নামক দুটি সংস্থার বিরুদ্ধেই মূলত অভিযোগ। অর্থ বিনিয়োগের বদলে কম সময়ে মোটা সুদের লাভ দেখিয়ে ওই দুই সংস্থা টাকা আদায় (Chitfund Case) করত বলে অভিযোগ। তাদের নিশানায় ছিল মূলত গ্রামের বাসিন্দারা। কিন্তু পরে তাদের আর টাকা ফেরত দেওয়া হত না বলে অভিযোগ।

Two bollywood actors linked in chitfund case

অভিযুক্ত সংস্থার সঙ্গে যুক্ত অভিনেতা: উল্লেখ্য, অভিযুক্ত দুই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন শ্রেয়স। এক প্রতারিত (Chitfund Case) ব্যক্তি প্রথমে শ্রীনগরের মাহোবা থানায় এফআইআর দায়ের করেছিলেন এই ঘটনায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। আর তাতেই কার্যত কেঁচো খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে পুলিশ।

আরো পড়ুন : জোরালো ভূমিকম্প! কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ, বঙ্গেও অনুভূত কম্পন

পুলিশি তদন্তে উঠে আসে সবটা: তদন্তের সূত্র ধরে বড়সড় প্রতারণার (Chitfund Case)খোঁজ পায় পুলিশ। আর ওই তদন্তেই উঠে আসে শ্রেয়স তলপড়ের নাম। সঙ্গে উঠে আসে বলিউডের আরেক নামী অভিনেতা অলোক নাথের নামও। অভিযোগ উঠেছে, এই দুজনেই কমপক্ষে ৯ কোটি টাকার প্রতারণা করেছেন। তবে শুধু এই দুজন অভিনেতাই নন। চিটফান্ড (Chitfund Case) মামলায় আরো ১৩ জনের নামও জুড়েছে।

আরো পড়ুন : বড়পর্দায় এবার যোগী আদিত্যনাথ! নতুন বায়োপিকের তোড়জোড় বলিউডে, মুখ্য ভূমিকায় কে?

দুজনেই বলিউডের বেশ নামী অভিনেতা। বহু ছবিতে কাজও করেছেন। এই চিটফান্ড কাণ্ডে কার্যতই সরগরম হয়ে রয়েছে বলিউড। তবে এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি মামলায় নাম জড়ানো দুই অভিনেতাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর