রাত পাহারার সময় একের পর এক কোপ! যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তেজনা মালদহে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গ্রামে রাত পাহারা দিচ্ছিলেন। সেই সময়ই দুই যুবকের ওপর প্রাণঘাতী হামলা। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়। দুষ্কৃতী হামলা জেরে প্রাণ হারিয়েছেন শিবু মণ্ডল নামের এক যুবক। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়।

যুবককে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা মালদহে (Malda)!

জানা যাচ্ছে, অমৃতি, সিকান্দারপুর, সাতঘরা ভিকোণপুর, বড় মোহনপাড়া গ্রাম ও তার সংলগ্ন গ্রামে বিগত প্রায় মাসখানেক ধরে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মহিলাদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ। সেই কারণে কয়েকদিন ধরে গ্রামের ছেলেরাই রাত পাহারা দেওয়া শুরু করেছিল। সেই সময়ই বাঁধে বিপত্তি।

গ্রামে রাত পাহারা দিতে যাওয়া দু’জন যুবকের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেওয়া হয়। যারা জেরে মৃত্যু হয় শিবু মণ্ডল নামে এক যুবকের। অন্যদিকে সূর্য মণ্ডল নামে আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশের (West Bengal Police) পাশাপাশি র‍্যাফও নেমেছে।

আরও পড়ুনঃ ‘শিক্ষকদের সম্মানহানি হল, সেটা ফেরাতে পারবেন মুখ্যমন্ত্রী?’ চাকরিহারাদের বড় ‘পরামর্শ’ দিলীপের

জানা যাচ্ছে, রাত পাহারা দিয়ে যাওয়া যুবকদের ওপর দুষ্কৃতী হামলার এই ঘটনায় সিকান্দারপুরের বাসিন্দারা বিক্ষোভ দেখান। মালদহ-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। ধস্তাধস্তিও হয় বলে খবর।

Murder in Malda

অন্যদিকে দুই যুবকের ওপর হামলার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলা চালাল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সঙ্গেই এলাকায় (Malda) যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেদিকেও নজর রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X