অন্নদাতা রূপে দুই ভাই: গরিবদের খাবার জোগান দিতে বেচে দিলেন ২৫ লক্ষ টাকার জমি

কর্নাটকের কোলার জেলার দুই ভাই, নিজেদের জমি বেঁচে পঁচিশ লক্ষ্য টাকা দিয়ে গরিবদের খাওয়ার বন্দবস্ত করলেন।  তাজাম্মুল পাশা ও মুজাম্মিল পাশা এই দুই ব্যক্তি সেই টাকা দিয়ে কমিউনিটি কিচেন খুলে এলাকার গরিব মানুষদের দু’বেলা খাবার দিচ্ছেন।

ছোটবেলার নিজেদের খেতে না পাওয়ার কষ্ট তারা জানে তাই নিজেরাও চায়না কেউ অভুক্ত থাকুক।করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। জানিনা কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে। আর দিন আনে দিন খায় তারা সত্যি অভাবে দিন কাটাচ্ছেন

IMG 20200426 WA0009

।এই দুই ভাই জমিয়ে বেঁচে যে টাকা পেয়েছে তাই দিয়ে চাল-ডাল-গমও দিয়েছেন তাঁরা। এমনকি মাস্ক ও স্যানিটাইজারও দিয়েছেন এলাকার লোকেদের।কমিউনিটি কিচেনে রান্না করে বাড়ি বাড়ি সেই খাবার দিয়ে আসছেন। যাতে কারো অসুবিধা না হয় তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তাজাম্মুল জানিয়েছেন, “বাবা-মা মারা যাওয়ার পরে চিকবালাপোর থেকে কোলারে দিদার বাড়িতে আসি আমরা। আমাদের টাকা-পয়সা ছিল না। সেই সময় প্রতিবেশীরা আমাদের সাহায্য করতেন। তাই আমরাও এখন এই খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে সবার সাহায্য করচি।


সম্পর্কিত খবর