কোচবিহারে CBI আধিকারিককে প্রাণে মারার চেষ্টা? লরির ধাক্কায় গুঁড়িয়ে গেল গাড়ি! চক্রান্তের গন্ধ পাচ্ছে BJP

বাংলা হান্ট ডেস্ক : দুর্ভাগ্যজনক ভাবে পথদুর্ঘটনায় আহত হলেন দুই সিবিআই (CBI) আধিকারিক সহ আরও তিন জন। মঙ্গলবার কোচবিহার-১ ( Cooch Behar)  ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের ভোগডাবরি কেশরীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিজেপি অবশ্য এটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলতে রাজি নয়। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে একাধিক মামলার তদন্তে যুক্ত রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরিকল্পনা করেই এই দুর্ঘটনা ঘটানো হতে পারে বলেই সন্দেহ তাঁদের।

পুলিস সূত্র মারফত জানা যাচ্ছে, আফসার আলম এবং বিবেক ত্রিবেদী নামে দুই সিবিআই আধিকারিক গাড়ি করে মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে আসছিলেন। ভোগবাড়ি কেশরীবাড়ি এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুর্ঘটনায় গুরুতর আহত হন দু’জন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক এবং তাঁদের গাড়িচালক। এই মুহুর্তে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন।

   

cooch 2

হাসপাতালে আহত সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে। তিনি বলেন, ‘রাজ্য জুড়ে বিভিন্ন মামলায় যে ভাবে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়ে দিচ্ছে সিবিআই, সে ক্ষেত্রে সিবিআই আধিকারিকদের মেরে ফেলার চক্রান্ত কি না তা নিয়ে প্রশ্ন উঠবেই।’ এই ঘটনার তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন তিনি।

কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি গিরেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু সিবিআই আধিকারিকদের গাড়ি দুর্ঘটনাকে নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। তৃণমূল নেতারা এমন নিচু মানসিকতার নন। সিবিআই তদন্তে তৃণমূলের নেতারা কোনও দিনই বাধা দেননি। প্রাণে মেরে ফেলার চেষ্টা তো অনেক দূরের বিষয়।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর