বাংলাহান্ট ডেস্ক: বাংলা রাজনৈতিক মহলে ফুল অদল বদল চলতেই থাকে। তৃণমূল (Trinamool Congress) থেকে বিজেপি (Bharatiya Janata Party), আবার দল বদলে পুরনো জায়গায় ফিরতে দেখা গিয়েছে অনেককে। ঘটেছে উলটোটাও। বিগত এক বছর একাধিক তারকা যোগ দিয়েছেন রাজনীতিতে। কয়েকজন বেশ সক্রিয় ভাবে কাজ করছেন, কয়েকজন আবার বিধানসভা নির্বাচন মিটতেই ছেড়েছেন দলের সঙ্গ। আর কয়েকজনের ফুল বদল নিয়ে বারেবারে তুঙ্গে উঠছে জল্পনা।
বছর শেষ হতে আর কয়েকদিনের অপেক্ষা। আর নতুন বছরেই বড় চমক দেওয়ার জন্য কোমর বাঁধছে রাজ্যের শাসক দল। আগামী ২ রা জানুয়ারি তৃণমূলের সাংগঠনিক বৈঠক রয়েছে। দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক ঘিরেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
সম্প্রতি এই বৈঠক নিয়েই বড়সড় ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ এবং সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে একাধিক মুখের দলবদলের সম্ভাবনার কথা উঠে আসছে ইঙ্গিত থেকে। এমনকি সেই তালিকায় রয়েছে দুই তারকা রাজনীতিকও।
রাজনৈতিক মহলের অন্দরের খবর, বিজেপির এক অভিনেতা রাজনীতিক ফের দল বদল করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। নিজের দলের এক সাংসদের সঙ্গে তাঁর বিবাদের গুঞ্জন সময়ে অসময়ে জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। এছাড়াও ফুল বদলাতে পারেন বিজেপির এক মহিলা তারকা সদস্যও। গুঞ্জন শোনা গেলেও বিষয়টা নিয়ে এখনো স্পিকটি নট গেরুয়া শিবির।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে ছোটপর্দা বড়পর্দা মিলিয়ে বহু তারকাই যোগ দিয়েছিলেন তৃণমূল এবং বিজেপিতে। পরবর্তীকালে গেরুয়া শিবিরের মহাতারকা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন, তৃণমূলের বহু জনপ্রতিনিধি লুকিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। এবার পালটা জবাব দেওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরের।