২ কংগ্রেস নেতার খুন! সিপিএমের প্রাক্তন বিধায়ক সহ ১৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালের ঘটনা। খুন হয়েছিলেন কংগ্রেসের (Congress) দু’জন যুব নেতা। এবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন সিপিএমের (CPM) প্রাক্তন বিধায়ক সহ মোট ১৪ জন। বিগত ৫ বছর ধরে এই মামলার বিচারপর্ব চলেছে। অবশেষে শনিবার জোড়া খুনের এই ঘটনায় ১৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।

২ কংগ্রেস (Congress) নেতা খুনের মামলায় দোষী সাব্যস্ত ১৪ জন

জানা যাচ্ছে, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি কংগ্রেসের দুই যুব নেতা খুন (Murder Case) হয়েছিলেন। কেরলের পেরিয়ায় শরথলাল পিকে এবং কৃপেশ নামের দু’জনকে খুন করা হয়। অভিযোগ ওঠে, এই ঘটনার দিন কংগ্রেস এবং সিপিএমের মধ্যে এলাকায় ব্যাপক অশান্তি হয়েছিল। সেই বচসা হাতাহাতি হয়ে মারামারির পর্যায় অবধি পৌঁছে যায় বলে খবর। তখনই দু’জন কংগ্রেস যুব নেতাকে খুন করা হয় বলে অভিযোগ।

জোড়া খুনের এই ঘটনার তদন্তভার ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। ২০১৯ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। তদন্ত শুরু হওয়ার পর ২৪ জনকে গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা। ২ কংগ্রেস (Congress) যুব নেতা খুনের এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক কেভি কুনহীরামন।

আরও পড়ুনঃ শুভেন্দুর নন্দীগ্রামেই ঝটকা খেল BJP! বছর শেষের আগেই যা হল … তোলপাড় কাণ্ড!

এই মামলায় প্রাক্তন বাম বিধায়ক, কানহানগড় ব্লকের পঞ্চায়েত প্রধান মানিকান্দন সহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। বিগত ৫ বছর ধরে ট্রায়াল চলার পর শনিবার ১৪ জনকে দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালত। আগামী ৩ জানুয়ারি অপরাধীদের সাজা ঘোষণা করা হবে বলে খবর।

Court Congress leader double murder case

জানা যাচ্ছে, ২৪ জন অভিযুক্তের মধ্যে ৮ জনের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র এবং বাকি ৬ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রমাণ লোপাট এবং হত্যায় সাহায্যের অপরাধে দোষী সাব্যস্ত করছে আদালত। এছাড়া বাকি ১০ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

রিপোর্ট বলছে, ২ কংগ্রেস (Congress) নেতা খুনের এই মামলায় পুলিশ প্রথমে ১৪ জনকে অভিযুক্ত করেছিল। পরবর্তীতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় এজেন্সি ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। তাঁদের মধ্যে ৬ জন ছিলেন সিপিএম নেতা। জানা যাচ্ছে, আদালতের এই রায়ে অখুশি অপরাধীদের পরিবার। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর