বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর বাকি মাত্র ৫০ দিন। তারপর এই ভারতের মাটিতেই আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) খেতাব দখলের লড়াই। ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রে শেষ তিন সংস্করণে সেই দলই ট্রফি জিতেছে যাদের দেশ এই টুর্নামেন্ট আয়োজন করেছে। কিন্তু সেই মিথ ভাঙতে এবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন এই দুই দেশের এই দুই তারকা ক্রিকেটার।
রোহিত শর্মারা এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই। তারা বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ হেরেছে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ওডিআই সিরিজের হারের মুখ দেখেছে। এমনকি দুর্বল ওয়েস্ট ইন্ডিজ যারা এবারের ওডিআই বিশ্বকাপের জন্যই যোগ্যতা অর্জন করতে পারেনি তারাও ভারতীয় দলকে যথেষ্ট বেগ দিয়েছে। ভারতের এই সাম্প্রতিক ফর্ম দেখে এখন বাকি দেশগুলি ভারতের মাটিতে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার আশা করছেন। আর সেই লক্ষ্যেই দুই তারকা ক্রিকেটার ওডিআই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরেও ফের একবার প্রত্যাবর্তন করলেন জাতীয় দলে। দেখে নেওয়া যাক এই দুই ক্রিকেটারের পরিচয়।
◆ তামিম ইকবাল: বাংলাদেশের এই তারকা ওপেনার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন আচমকাই অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু তারপর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিজের প্রিয় বন্ধু ও প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজার অনুরোধে তিনি ফির একবার অবসর ভেঙে জাতীয় দলের হয়ে খেলতে রাজি হন। সকলেরই মনে থাকবে ২০০৭ ওডিআই বিশ্বকাপে জাহির খানদের বিরুদ্ধে কেমন আগ্রাসী ব্যাটিং করেছিলেন তিনি। ভারতকে ওই ম্যাচে হার মানতে বাধ্য হতে হয়েছিল।
◆ বেন স্টোকস: নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে ২০২২ সালের জুন মাসে ওডিআই ফরম্যাট কে বিদায় জানিয়েছিলেন ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক। কিন্তু বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ফের একবার জাতীয় দলের প্রত্যাবর্তন করলেন তিনি। ইংল্যান্ড সম্প্রতি তাদের বিশ্বকাপের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সেই দলে গত বছর মাটিটা টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের হয়ে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা এই ইংলিশ অলরাউন্ডার জায়গা পেয়েছেন।
আরও পড়ুন: এবার নেপোটিজমের জোরেই বিশ্বকাপ জিতবে ভারত! BCCI-এর হাতে গোপন অস্ত্র তুলে দিলেন রবি শাস্ত্রী
ইংল্যান্ডের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড:
জস বাটলার (উইকেটরক্ষক ও অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট, জেসন রয়, স্যাম ক্যারান, মার্ক উড, ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, রিস টোপলে, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন