আগে নামই শোনেনি লোকে, কোহলির সঙ্গে ঝামেলা করে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এই ২ ক্রিকেটার

 

 

নবীন উল হক: আইপিএল ২০২৩-এর মঞ্চে আচমকাই তিনি বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেছিলেন যে বিরাট কোহলি তাকে খারাপ কিছু কথা বলেছেন। যদিও বিরাট কোহলি পরোক্ষভাবে তা অস্বীকার করেছেন। তবে তাদের ঝামেলা পরবর্তীকালে আইপিএলের সাথে সাথেই চলতে থাকে ঠান্ডা লড়াইয়ের মাধ্যমে। বিরাট কোহলির দল হারলেই এমন কিছু পোস্ট করতেন নবীন যা দেখে বিরাট কোহলি ভক্তরা ক্রুদ্ধ হয়ে যেতেন। এর বদলে যে স্টেডিয়ামেই তিনি আইপিএল খেলতে নেমেছেন এর পর থেকে প্রত্যেক স্টেডিয়ামে তাকে বিরাট কোহলির নামে জয়ধ্বনি শুনতে হয়েছে বোলিং করার সময়। এই আইপিএল শুরুর আগে তাকে একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে চিনতেন শুধুমাত্র ক্রিকেট প্রেমীরা। কিন্তু এখন তিনি পরিণত হয়েছেন এক অতি পরিচিত নামে।

কেস্রিক উইলিয়ামস: ইনি বিখ্যাত ছিলেন নিজের চেকবুক সেলিব্রেশনের জন্য। বিখ্যাত ক্রিকেটারদের আউট করে তিনি নিজের এই অভিনব ভঙ্গিতে উদযাপন করতেন। বিরাট কোহলিকে আউট করেও ঠিক একই কাজ করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে বিরাট কোহলি তার বিরুদ্ধে ব্যাটিং করে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ জিতে ওই একই রকম সেলিব্রেশন করে তাকে যোগ্য জবাব দিয়েছিলেন। ওই দুর্দান্ত সেলিব্রেশন এবং কোহলির সঙ্গে ঝগড়ার জন্য তিনি পরিচিত নাম হয়ে উঠেছিলেন একসময়।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর