বাংলা হান্ট ডেস্কঃ পুলিশের চোখে ধুলো নয়, বরং ধোঁয়া দিয়ে পালাল দুই জঙ্গি। ওপারবাংলার রাজধানী ঢাকার আদালত থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি। বাংলাদেশি-আমেরিকান ব্লগার অভিজিৎ রায় ও তার প্রকাশককে হত্যার দায়ে এই দুই অপরাধী কারাবসে ছিল।
সূত্রের খবর রবিবার এই দুই জঙ্গিকে আদালতে তোলা হয়। এমন সময় পুলিশকর্মীদের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে বাইরে চাপিয়ে নিয়ে চম্পট দেয় এক যুবক। পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় প্রবল বিতর্কের মুখে পড়েছে পুলিশ প্রশাসন সহ বাংলাদেশ সরকার।
রবিরার এই দুই জঙ্গিকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা।প্রত্যক্ষদর্শীদের মতে কেমিক্যাল স্প্রে করার ফলে ধোয়ার সৃষ্টি হয় এবং রাসায়নিকের ফলে পুলিশ সদস্যদের অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ায় তারা চোখে কিছুই দেখতে পাননি।
প্রসঙ্গত পলাতক দুই জঙ্গির নাম আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান। এই দুই জঙ্গি প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দুই জঙ্গিকে ফাঁসির নির্দেশ দেয়া হয়েছিল। তারা আনসার আল ইসলামের সদস্য আবু সিদ্দিক ও মইনুল হাসান। তাদের আনা হয়েছিল আদালতে। কোর্ট হাজত থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশকে কেমিক্যাল ছুড়ে অজ্ঞান করে কয়েকজন সমর্থক তাদের নিয়ে পালিয়ে যায়।’
জঙ্গি পলায়নের এহেন ঘটনার পরই শুরু হয়েছে পুলিশি অভিযান। অপরাধীদের ধরতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ সরকার।পলাতক জঙ্গি বিষয়ক তথ্য দিতে পারলে পুরুস্কার বাবদ ২০ লক্ষ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।