মালদহে উদ্ধার দুটি ঝুলন্ত দেহ, নিজেদের কর্মী বলে দাবি করল বিজেপি

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ভোট চলে গিয়েছে, গণনাও হয়ে গিয়েছে। ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা থামার নাম নিচ্ছে না। রাজ্যের এপ্রান্ত থেকে ও প্রান্তে আক্রান্ত হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা। আরেকদিকে, পার পায়নি কেন্দ্রীয় মন্ত্রীও। গতকাল সন্ত্রাস কবলিত পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়া এলাকায় পরিদর্শনে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

শাসক দলের পার্টি অফিস থেকে লোক বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। ঘটনায় তিনজন সাংবাদিকও আহত হয়েছেন। যদিও, ঘটনার কথা স্বীকার করেনি শাসক দল। তাঁদের মতে বিজেপি নিজেদের হার স্বীকার করতে পারছে না বলেই এসব নাটক করে বেরাচ্ছে।

আর এই হিংসার খবরের মধ্যে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ফের উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাঁদের দুই কর্মী মনোজ মণ্ডল (২১) আর চৈতন্য মণ্ডল (১৯) কে তৃণমূলের গুণ্ডারা খুন করে ঝুলিয়ে দিয়েছে। দুজনের দেহ একসঙ্গে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। দুজনের দেহ উদ্ধার হওয়া গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

https://twitter.com/BJP4Bengal/status/1390565513118445571

 

আরেকদিকে মৃতের পরিবারের দাবি, দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিল। উচ্চমাধ্যমিকে ভালো ফলও করেছিল তাঁরা। কিন্তু সম্প্রতি মনোজের পড়াশোনা থেকে মন উঠে গিয়েছিল। বন্ধুর সঙ্গে মোবাইলে গেম খেলা নিয়ে মত্ত থাকত সে। অনেক বকাঝকাও করা হয়েছে, কিন্তু শুনত না। এই কারণেই আত্মহত্যা নাকি, সেটার তদন্তে নেমেছে পুলিশ।

X