মাঝরাতে আধঘন্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প মণিপুরে! কেঁপে উঠল বাংলাদেশের মাটিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : মধ্যরাতে দু দুবার ভূমিকম্প (Earthquake) মণিপুরে। মঙ্গলবার রাত ১ টা ৫৪ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। তারপর ফের রাত ২ টো ২৬ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্প টের পাওয়া যায়। মাত্র কিছু সময়ের ব্যবধানে পরপর কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মাঝরাতেই অনেকে রাস্তায় বেরিয়ে আসেন বাড়ি ছেড়ে। উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও এদিন অনুভূত হয় কম্পন (Earthquake)।

মঙ্গলবার মধ্যরাতে দুবার ভূমিকম্প (Earthquake) মণিপুরে

মাঝরাত পেরিয়ে জোড়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে মণিপুরে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১ টা ৫৪ নাগাদ প্রথম বার কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। তার কিছুক্ষণ পরেই ফের রাত ২ টো ২৬ নাগাদ দ্বিতীয় কম্পন (Earthquake) অনুভূত হয়। জানা গিয়েছে, রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ২.৫।

Two earthquake in manipur on Tuesday night

কোথায় ছিল কম্পনের উৎসস্থল: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, ৫.২ মাত্রার প্রথম ভূমিকম্পটির (Earthquake) উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর যত সিসমোলজি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল ননী, ভূপৃষ্ঠ থেকে ২৫ কিমি নীচে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে মণিপুরে জোড়া ভূমিকম্পে (Earthquake) ছড়ায় চাঞ্চল্য।

আরো পড়ুন: “হাঁ” হয়ে দেখল চিন-পাকিস্তান! টাটা গ্রুপের সাথে বিরাট চুক্তি ইউরোপের এই কোম্পানির, ভারতে হবে…..

কম্পন টের পাওয়া যায় বাংলাদেশেও: এদিন মণিপুরের পাশাপাশি মেঘালয়, ত্রিপুরা এবং অসমেও অনুভূত হয় কম্পন (Earthquake)। পাশাপাশি বাংলাদেশেও টের পাওয়া যায় ভূমিকম্প। মাঝরাতে জোড়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিন।

আরো পড়ুন : প্রতীকের পর এবার রত্নপ্রিয়া, জলসা ছেড়ে জি বাংলার নতুন সিরিয়ালে পা রাখছেন নায়িকা!

উল্লেখ্য, গত মার্চ মাসেই এক ঘন্টার ব্যবধানে কেঁপে উঠেছিল মণিপুর। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.৭ এবং ৪.১। প্রায় তিন মাসের ব্যবধানে আবারও ভূমিকম্প হওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X