বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ। দিনরাত এক করে চিকিৎসকরা রোগী সেবায় নিয়োজিত রয়েছে। সরকার থেকে ভ্যাকসিনেশনের উপর জোর দিলেও, এই মহামারি মারণ ভাইরাসের সঠিক অব্যর্থ ওষুধ আবিষ্কারের দিশায় একজোট হয়ে রয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু এরই মধ্যে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের উপর এখনও ভর করে রয়েছেন বেশকিছু মানুষ।
সম্প্রতি মধ্যপ্রদেশের (madhya pradesh) রাজগড়ের চাটুখাদা গ্রামে লোকমুখে ছড়িয়ে পড়ে, পৃথিবীর মানুষকে বাঁচাতে দুই পরী এসেছে মর্তলোকে। এই পরীদের হাত থেকে ছেটানো জল যাদের গায়ে লাগবে, তাঁদের জীবন থেকে চিরতরে করোনা বিলুপ্ত হবে। অর্থাৎ, এই পরীরা যাদের উপর জল ছিটিয়ে দেবেন, তাঁদের কোনদিনও করোনা হবে না।
এই কুসংস্কারের উপর ভর করে সকল এলাকাবাসী একে একে ভিড় করেন সেই মন্দিরের বাইরে। লম্বা লাইন পরে যায় ওই দুই মহিলাকে দেখতে, যাদের দেবতাদের পাঠানো পরী বলে দাবি করা হচ্ছে। যখন করোনা আবহে মানুষকে গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে, সর্বোপরি মাস্ক ব্যবহার অপরিহার্য হয়েছে- এই সময় মাস্ক ছাড়াই কোনরকম করোনা সতর্কীকরণ ছাড়াই সেখানে দলে দলে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা।
ঘটনার খবর পুলিশের কানে যেতেই স্থানীয় প্রশাসন আধিকারিকরা সেখানে পৌঁছান। লোকজনের জমায়েত ভেঙে দিয়ে, সকলকে বাড়িও পাঠিয়ে দেন। এমনকি ওই দুই মহিলার নামে এফআইআরও দায়ের করা হয়।