বাংলায় ফের ভুয়োর সন্ধান! এবার শিয়ালদহে খোঁজ মিলল দুই ভুয়ো ট্রেন চালকের

বাংলাহান্ট ডেস্কঃ ভুয়ো আইএএস, আইপিএস, চিকিৎসক, পুলিশ অফিসারের পর এসবকে ছাপিয়ে, এবার খোঁজ মিলল ভুয়ো ট্রেন চালকের (fake loco pilot)। প্রতিদিন যার হাতেই কিনা থাকত হাজার হাজার মানুষের প্রাণ। এমনটা শুনে আঁতকে উঠছেনে অনেকেই। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে, এমন ভুয়ো চালক আরও কি আছে?

পূর্ব রেলের শিয়ালদহ শাখায় ২০১৬ সালে চাকরীতে যোগ দেন এই দুই অভিযুক্ত। গত ৫ বছর ধরে দিব্যি দাপিয়ে বেরিয়ে চাকরীও করছিলেন তাঁরা। কিন্তু সমস্যাটা হয়ে যায়, তামিলনাড়ুর যাওয়ার সময় শিয়ালদহ ডিভিশনের আই কার্ড নিয়ে রেলের পাস দেখিয়ে টিকিট কাটেন এই দুই ভুয়ো রেল চালক। আর সেখানেই সেই টিকিট দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের।

vvhvv

তামিলনাড়ুর সালেম ডিভিশনের ইরোড স্টেশনে অভিযুক্ত দুই ভুয়ো রেল চালক সাহেল সিং ও ইসরাফিল সিংকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, এরা নিজেদের নাম গোপন করে, নাম ভাঁড়িয়ে চাকরী করছিলেন। এমনকি তাঁদের কাছে চাকরীর যে নিয়োগপত্রটি ছিল, তাও ভুয়ো ছিল বলেই জানিয়েছে রেল।

এখন প্রশ্ন উঠছে, কিভাবে গত ৫ বছর ধরে সকলের নজর এড়িয়ে এরা ট্রেন চালিয়ে যাচ্ছিলেন। প্রতিদিন এদের হাতে থাকত হাজার হাজার মানুষের প্রাণ। এভাবে সাধারণ মানুষের প্রাণ নিয়ে কেন খেলা করা হল, এমন প্রশ্ন তুলেছেন নাগরিকরা। এবিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই কাণ্ডে আর কারা কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখা হবে।

Smita Hari

সম্পর্কিত খবর