বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রেখা গুপ্ত (Rekha Gupta)। শালিমার বাগ কেন্দ্র থেকে নির্বাচিত ৫০ বছর বয়সি এই রাজনীতিক দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। সুস্মিতা স্বরাজ, শিলা দীক্ষিত, আতিশী মারলেনার পর এই আসনে বসলেন তিনি। সেই সঙ্গেই এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী রেখা। প্রথমজন পশ্চিমবঙ্গের ‘সিএম’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা (Mamata Banerjee) নাকি রেখা, সম্পত্তির নিরিখে কে এগিয়ে?
একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বাংলা মসনদ দখল করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই সঙ্গেই ফের একবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রায় আড়াই দশক পর দিল্লিতে সরকার গড়ছে বিজেপি। এবারের ভোটে আম আদমি পার্টিকে কার্যত দুরমুশ করে জয়ী হয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে শালিমার বাগের জয়ী বিধায়ক রেখা গুপ্তকে।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখার নাম ঘোষণার পরেই তাঁকে নিয়ে জনমানসে কৌতূহল বৃদ্ধি পায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণ। নির্বাচনী হলফনামা অনুসারে, ২০২৩-২৪ অর্থবর্ষে বিজেপি (BJP) নেত্রীর মোট আয় ছিল ৬ লক্ষ ৯২ হাজার ৫০ টাকা। তাঁর হাতে থাকা সম্পদের পরিমাণ ১ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ২৮৯ টাকা।
আরও পড়ুনঃ আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা! ‘এই’ মহিলাদের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার!
এছাড়া রেখা গুপ্তের নামে দু’টি আবাসিক সম্পত্তি রয়েছে। এর মধ্যে একটি তাঁর স্বামীর সঙ্গে যুগ্ম মালিকানাধীন। নির্বাচন কমিশনের হলফনামা অনুসারে, বিজেপি নেত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৩০ লক্ষ টাকা। তাঁর কাছে ১৮ লক্ষ টাকার গয়না রয়েছে। তবে রেখার কোনও গাড়ি নেই। সেই সঙ্গেই হলফনামায় জানানো হয়েছে, বর্তমানে তাঁর কাঁধে ৪৮ লক্ষ ৪৪ হাজার টাকার ঋণ রয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথা বলা হলে, তিনি নাকি মাত্র ১৫ লক্ষ টাকার মালকিন! গত বছর ডিসেম্বর মাসে সংবাদ সংস্থা পিটিআই এডিআরের রিপোর্ট উদ্ধৃত করে দাবি করেছে, তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকার মালকিন। তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই, সবটাই অস্থাবর সম্পত্তি রয়েছে মমতার।