কাকদ্বীপের মৎস্যজীবীর জালে উঠল জোড়া তেলে ভোলা, কত টাকায় হল বিক্রি? জানলে আঁতকে উঠবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মৎস্যজীবীদের জালে তেলে ভোলা মাছ। সূত্রের খবর, দু’টি তেলে ভোলাকে জালবন্দি করেন কাকদ্বীপের (Kakdwip) এক মৎস্যজীবী। প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেই মাছ (Fish) দুটি বিক্রি হল পাইকারি বাজারে। স্থানীয় সূত্রে খবর, কাকদ্বীপের গয়লার চক থেকে এফবি অপু নামক একটি ট্রলার কয়েকদিন আগে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় বঙ্গোপসাগরে।

কাকদ্বীপে (Kakdwip) অবিশ্বাস্য দামে বিক্রি তেলে ভোলা মাছ (Fish)

সেই ট্রলার থেকে মৎস্যজীবীরা (Fisherman) মাছ ধরার উদ্দেশ্যে সাগরে জাল ফেলেন গত শনিবার। সেদিন মৎস্যজীবীদের জালে ধরা পড়ে একটি ভোলা মাছ। পরের দিন রবিবার ফের জাল ফেললে আরও একটি তেলে ভোলা মাছ ধরা পড়ে জালে। দুটি তেলে ভোলা মাছকে নিয়ে সোমবার উপকূলে ফিরে আসেন মৎস্যজীবীরা।

আরোও পড়ুন : সুপ্রিম কোর্টে জবাব দিল SSC! হলফনামায় ‘দাড়িভিট’ প্রসঙ্গ, ২৬০০০ চাকরি বাতিল মামলায় বড় আপডেট

সেদিন রাতেই মাছ দুটিকে তারা বিক্রি করেন ডায়মন্ড হারবারের মাছের পাইকারি বাজারে। ট্রলারের মাঝি অমল দাস জানান, প্রায় ৩০ কেজি ওজন হয়েছিল দুটি মাছের। একটা ছেলে ভোলা মাছ ও একটা মেয়ে ভোলা মাছ। মেয়ে ভোলা মাছটি পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়। ১২০০০ টাকা কিলো দরে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে ছেলে ভোলা মাছটি।

আরোও পড়ুন : ঘাটতি বৃদ্ধি! বেড়েছে রাজ্যের থেকে পাওয়া অনুমোদনও! KMC-র বাজেট পেশ করলেন ফিরহাদ

তেলে ভোলা মাছের বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। অতীতে একাধিকবার তেলে ভোলা মাছ বিক্রি করে লক্ষপতি হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে মৎস্যজীবীদের মধ্যে। ওষুধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তেলে ভোলা মাছের পটকার চাহিদা আকাশ ছোঁয়া। তবে পুরুষ তেলে ভোলার থেকে মেয়ে তেলে ভোলা মাছের পটকা পাতলা হওয়ায় মেয়ে ভোলা মাছের দাম অনেকটাই কম হয়।

Two fish sold in huge amount from kakdwip.

বিশ্ববাজারে তেলে ভোলা মাছের (Fish) পটকা বিক্রি হয় বহুমূল্যে। অনেকেই মোটা টাকা দিয়ে স্থানীয় মৎস্যজীবীদের থেকে তেলে ভোলা মাছ কিনে বিক্রি করেন বিদেশের বাজারে। এমনকি দেশীয় বিভিন্ন ঔষধি সংস্থাও মোটা টাকার বিনিময় কিনে নেয় তেলে ভোলা মাছ (Fish)।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X