দুই বিদেশি অসাধারণ গাইলেন রবীন্দ্রসংগীত, ভিডিও তুমুল গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির জীবনের অঙ্গে অঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে বাঙালির গর্ব ও সম্মান এবং প্রিয় কবিও বটে। ছোট থেকেই বাঙালিরা আর কিছু শিখুক না শিখুক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনাথের কবিতা শিখবেই। শৈশব থেকেই আমাদের সত্ত্বায় জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। শুধু ভারতে নয়, সারা বিশ্বেই ছড়িয়ে অসংখ্য রবি-অনুরাগী। তার প্রমাণ এর আগে বহুবার পাওয়া গিয়েছে।

বিদেশিদের কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় রবীন্দ্রনাথের কবিতা শোনা গিয়েছে এর আগেও। এবার শোনা গেল রবীন্দ্রসঙ্গীত।

হালকা টানে টানে বেশ সুন্দর বাংলায় ‘তোমার হল শুরু আমার হল সারা’ গানটি গাইতে দেখা গেল দুই বিদেশিকে। গানে তাঁদের সাবলীলতা দেখে প্রশ্ন জাগতেই পারে এমন সুন্দর রবীন্দ্রসঙ্গীত কোথা থেকে শিখলেন তাঁরা।

7759e64c 48d5 47ac 83e6 7de9d858855e

আসলে এটাই হল রবীন্দ্রনাথের মাধুর্য। বিশ্বের যে প্রান্তেই গাওয়া হোক না কেন গানের মাধুর্য্য একইরকম থাকে। রবীন্দ্রসঙ্গীত অনুবাদ করা হয়েছে ইংরেজি, রাশিয়ান, জার্মানি, পোর্তুগিজ সহ বিশ্বের সব বড় ভাষাতেই। কিন্তু ইংরেজিতে না গেয়ে এই দুই বিদেশি যে বাংলাকেই বেছে নিয়েছেন গান গাওয়ার জন্য তাতেই আরও মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। হু হু করে শেয়ার হচ্ছে এই ভিডিও। সকলের মুখ থেকে একটাই শব্দ উচ্চারিত হচ্ছে, বাহ! ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

প্রসঙ্গত, এর আগেও দেখা গিয়েছিল বিদেশের মাটিতে রবীন্দ্রসঙ্গীতে নাচছেন বিদেশিনিরা। তাদের সেই নাচও মুগ্ধ করেছিল সবাইকে। এবার এই ভাইরাল ভিডিও বাঙালির নাম আরও একটু উজ্জ্বল করল বিশ্বের দরবারে।


Niranjana Nag

সম্পর্কিত খবর