নাচ দেখব! ‘দিদি’র আবদার মেটাতে দুবাই বিমানবন্দরেই নাচতে শুরু করলেন দুই গুজরাটি তরুণী

বাংলা হান্ট ডেস্কঃ ভাষা-সংস্কৃতির ফারাক ভুলে নিমেষের মধ্যেই সবাইকে আপন করে নিতে পারেন তিনি। খুব অল্প সময়ের আলাপচারিতার মাধ্যমেই হয়ে ওঠেন আপনজন, ঠিক যেন ঘরের মেয়ে। তিনি আর কেউ নন, সকলের ‘দিদি’ তথা,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এহেন মুখ্যমন্ত্রী হাসিমুখে কারও কাছে আবদার জুড়ে বসলে তাঁকে ফেরায় কার সাধ্যি! এবার ঠিক এমনই কান্ড ঘটল দুবাই এয়ারপোর্টে।

মমতার (Mamata Banerjee) আবদারে নাচ দুই গুজরাটি তরুণীর

প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন তিনি। সেখানেই মাত্র কয়েক মিনিটের আলাপচারিতায় ভিন রাজ্যের এক গুজরাটি পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন ‘দিদি’। ওই পরিবারটি নাকি ইউরোপে যাচ্ছিলেন এক পারিবারিক বিয়ের অনুষ্টানে।

অবাঙালি বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মেহেন্দি। সেখানে নাচ-গান হওয়াই স্বাভাবিক। আর একথা শোনা মাত্রই ওই পরিবারের দুই তরুণীর কাছে মেহেন্দির নাচ-গানের ঝলক দেখানোর আবদার করে বসলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ‘দিদি’র সেই কথা ফেলতে পারেননি ওই দুই তরুণীও। দুবাই বিমানবন্দরেই তাঁরা মেহেন্দির অনুষ্ঠানের নাচ দেখালেন মমতাকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও।

আরও পড়ুন: বাতিল হয়ে গেল ‘শাহী’ সফর! কেন বাংলায় আসছেন না অমিত শাহ? জানা গেল ‘আসল’ কারণ

জানা যাচ্ছে,রবিবার ভোরে দুবাই থেকে লন্ডন উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময়ের হিসাবে আজ অর্থাৎ রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ দুবাই থেকে লন্ডন রওনা দিয়েছেন তিনি। এরপর আজ দুপুর নাগাদ হিথরো বিমানবন্দরে অবতরণ করবে মুখ্যমন্ত্রীর বিমান।

আগামী সাতদিন লন্ডনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে ঠিক করা হয়েছিল,২২মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। জানা যায়, শুক্রবার হিথরো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। এরপর অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Government of West Bengal

কলকাতা বিমানবন্দরে পৌঁছে গতকাল সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বলেছেন, ‘চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর