বাংলাহান্ট ডেস্ক: সময়টা বেশ খারাপ যাচ্ছে ‘মিঠাই’ (Mithai) অনুরাগীদের জন্য। প্রথমত, গত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি কম পাচ্ছে সিরিয়াল। তার মধ্যে স্লট বদলের খবরে মন ভেঙে গিয়েছে দর্শকদের। নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ আসতেই এতদিনের পুরনো স্লট হারাতে হচ্ছে মিঠাইকে, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। এবার নতুন এক খবরে মাথায় আকাশ ভেঙে পড়ার যোগাড় দর্শকদের।
সবথেকে গুরুত্বপূর্ণ দুই চরিত্রই নাকি বাদ পড়ে যাচ্ছে মিঠাই থেকে। প্রথম থেকেই যৌথ পরিবারের গল্প দেখিয়ে আসছে মিঠাই। দাদাই, ঠাম্মি, সমরেশ, অমরেশ, পিপি, কাকিমা, শ্রী, নীপা, নন্দা, রাজীব, স্যান্ডি, রাতুল, আর সিদ্ধার্থ মিঠাই তো রয়েছেই। মোদক পরিবার দিনে দিনে আরো বড় হয়েছে। যোগ দিয়েছে নতুন নতুন চরিত্র।
কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর বলছে, আগামী ১৪ নভেম্বর থেকে সবকিছুই বদলে যাবে। শুধু টাইম স্লট নয়, বদল আসছে মিঠাইয়ের গল্পেও। গুঞ্জন মানলে, একটা বড়সড় লিপ নিতে চলেছে মিঠাই। অনেকটা সময় এগিয়ে যাবে গল্প। আর সেই সঙ্গে বিদায় নেবে মোদক পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য দাদাই আর ঠাম্মি।
যাদেরকে ঘিরে এই মোদক পরিবার, সেই মানুষ দুটোকেই নাকি আর দেখা যাবে না আগামী কালে। এ খবর ছড়ানো মাত্র শোরগোল শুরু করে দিয়েছেন মিঠাই প্রেমীরা। অনেকে বলছেন, এর থেকে সিরিয়ালটা শেষ করে দিলে বেশি ভাল করতেন নির্মাতারা। যদিও এই গুঞ্জন আদৌ সত্যি নাকি মিথ্যে তা জানা যায়নি।
সম্প্রতি মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস সংবাদ মাধ্যমকে জানান, তাঁর যতদূর মনে হয় মিঠাইয়ের স্লট বদলাতে চলেছে। রাত আটটার বদলে সন্ধ্যা ছটায় দেখা যাবে আগামী মাস থেকে। তবে পিলুরও সময় বদলাবে নাকি শেষই করে দেওয়া হবে সেটা তিনি জানেন না বলেই জানান।
যতদিন মিঠাই বাংলা সেরা ছিল ততদিন হাত পড়েনি টাইম স্লটে। অন্য সিরিয়ালের স্লট পরিবর্তন হলেও রাত আটটার প্রাইম স্লট ছিল মিঠাইয়ের দখলেই। কিন্তু এখন বাংলা সেরা হওয়া তো দূর, সেরা পাঁচেই জায়গা হচ্ছে না মিঠাইয়ের। সেজন্যই কি এতদিনের স্লট পরিবর্তন?
পরিচালক অবশ্য জানান, তাঁরা এভাবে দেখছেন না বিষয়টাকে। নতুন একটা সিরিয়াল আসতে চলেছে, তার জন্য যা করণীয় তাই করা হবে। আর তাঁর মতে সিরিয়াল ভাল হলে রাত আটটা হোক ছটা যখনি দেখানো হোক না কেন দর্শক ঠিকই দেখবে।