এবার লক্ষ্য পৃথিবীর ছাদ, ইতিহাস গড়ার পথে দুই বাঙালি! দেখবে গোটা বিশ্ব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এতদিন অনেক বাঙালি পর্বতারোহী কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু ইত্যাদি শৃঙ্গ জয় করেছেন এবং এই সংক্রান্ত অনেক খবর সকলেই শুনেছেন। কিন্তু কোনদিনও কি আপনারা এমনটা শুনেছেন যে পৃথিবীর ছাদ বলে পরিচিত পামির মালভূমের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লেনিন জয় করতে বেরিয়েছেন কোন বাঙালি পর্বতারোহী?

হ্যাঁ, এবার ঠিক এমন লক্ষ্য নিয়েই কিরগিজস্তান এবং তাজিকিস্তানের বর্ডারে অবস্থিত এই ৭১৩৪ মিটার উচ্চতা বৈশিষ্ট্য শৃঙ্গ জয় করার লক্ষ্য নিয়েছেন বাংলার এভারেস্ট জয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় এবং দেবাশীষ বিশ্বাস। আর এই অভিযানে তাদের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের এক চিকিৎসক এবং নেশায় পর্বতারোহী বাবর আলী ও তার সঙ্গী আহমেদ তনবীর।

লেনিন এমনিতে খুব একটা দুরহ বা অভেদ্য পথে অবস্থিত নয়। এর আগে কোনও বাঙালি পর্বতারোহীর নজর না পড়লেও বিশ্বের বহু পর্বতপ্রেমী মানুষ পামির মালভূমির এই সর্বোচ্চ শৃঙ্গটি জয় করেছে। কিন্তু খারাপ আবহাওয়া এবং ফাটলে পড়ে অতলের তলিয়ে যাওয়ার সম্ভাবনা এই পথকে ভয়ংকর করে তোলে।

মলয় বাবু জানিয়েছেন তাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল এবং কোভিড যদি বাধা না বসাতো তাদের পরিকল্পনায়, তাহলে অনেক আগেই এই অভিযানটি সম্পূর্ণ করে ফেলতেন তারা। বাংলাদেশের বাবর আলী জানিয়েছেন ভারতে এসে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি সাইকেল চালাতে গিয়ে মলয়ের সঙ্গে তার পরিচয় এবং তার এই প্রস্তাবটি পেয়ে আর উপেক্ষা করতে পারেননি তিনি। এর আগে ৭০০০ মিটার উচ্চতা বিশিষ্ট কোন পর্বত শৃঙ্গে আরোহন না করলেও লেনিন তাকে সমস্যায় ফেলতে পারবে না বলেই বিশ্বাস করেন বাবর।

দেবাশীষ বিশ্বাস অবশ্য পর্বতশৃঙ্গ জয়ের পাশাপাশি কিরগিজস্তান দেশটি ঘুরে দেখার বিষয়েও আগ্রহী। শেষ পর্যন্ত যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে দুই বাঙালি বাংলার মুখ উজ্জ্বল করতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর