ফের গুলির লড়াই ভূস্বর্গে! পুলওয়ামায় এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) পুলওয়ামা (Pulwama) জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয়েছে। এই বিষয়টি সম্পর্কে, পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন যে, সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পরে, নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীর জেলার নিহামা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি দলের ওপর গুলি চালালে ওই অভিযান সংঘর্ষে পরিণত হয়।

যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর তরফে পাল্টা জবাব দেওয়া হয়। এমতাবস্থায়, এনকাউন্টারে খতম হয় দুই সন্ত্রাসবাদী। এদিকে, কাশ্মীরের পুলিশের মহাপরিদর্শক ভি কে বিরধি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, গুলি বিনিময়ে দুই সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। পাশাপাশি, নিহত সন্ত্রাসবাদী ও তাদের গ্রুপের পরিচয় সম্পর্কে খোঁজ চলছে।

এদিকে, এই এনকাউন্টার সম্পর্কে, কাশ্মীর জোন পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছে যে, “পুলওয়ামা জেলার নিহামা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সেখানে রয়েছে।” প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলওয়ামার নিহামা এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পায় সেনাবাহিনী।

আরও পড়ুন: “ঝুঁকেগা নেহি”, শেয়ার মার্কেটে আদানি রাজ! এই কোম্পানিতে ১৬ শতাংশের বেশি বৃদ্ধি, মালামাল বিনিয়োগকারীরা

এরপর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে উপযুক্ত ব্যবস্থা নেয়। সেইসময়ে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের সন্দেহজনক আস্তানার দিকে এগোতে থাকলে সন্ত্রাসবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। যার জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালিয়ে দুই সন্ত্রাসবাদীকে খতম করে।

আরও পড়ুন: সব সীমা ছাড়িয়ে যাচ্ছে মলদ্বীপ! ভারতের পর এই দেশের সাথে শত্রুতা মুইজ্জুর, পেলেন হাতেনাতে জবাব

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখনও পর্যন্ত সবচেয়ে শান্তিপূর্ণ রয়েছে। পুলিশের দাবি করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে এখনও পর্যন্ত ১৬ টি সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে। পাশাপাশি, মৃতের সংখ্যাও বেশ কম। এর আগে, কুপওয়ারায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ এবং যুদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর