নিশানায় চিতল হরিণ! সুদূর নামিবিয়া থেকে কুনো ন্যাশালান পার্কে আসা চিতারা করল প্রথম শিকার

বাংলাহান্ট ডেস্ক : ১৭ই সেপ্টেম্বর মধ্য প্রদেশের শিওপুরের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) আফ্রিকার (Africa) নামিবিয়া (Namibia) থেকে যে দুটি চিতা বাঘ আনা হয়েছিল, তারা তাদের প্রথম শিকার করেছে। পিসিসিএফ জসভীর সিং চৌহান জানান মাত্র ২৪ ঘন্টা আগে তাদের বড়ো ঘের থেকে ছোটো ঘেরে সাময়িক সময়ের জন্য স্থানান্তর করা হয়েছিল। তারা প্রথম রাতে চিতল হরিণ শিকার করে, এটিই ছিল তাদের প্রথম শিকার।

জসভীর সিং চৌহান আরও বলেন যে, এখন এই চিতারা নিজেরাই শিকার করবে এবং তাদের খাবার পাবে, তবে প্রয়োজনে তাদের বাইরে থেকেও খাবার দেওয়া হতে পারে। তাদের যখন প্রথমে এখানে ছাড়া হয় তারা কোনো শিকার করতে পারেনি। কিন্তু এই রবিবার তাদের বড়ো ঘের থেকে ছোটো ঘেরে ছাড়া হলে, তারা হরিণের পিছনে ধাওয়া করে, এমনকী সাম্বারের পিছনেও। শেষমেশ তারা সফল হয়। এবং এই সময়েই বিশেষজ্ঞরা তাদের অন্য ৬টি চিতার সঙ্গে না রেখে আলাদা করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন।

   

বিশেষজ্ঞরা জানান তারা একে অন্যের ওপর লাফিয়ে পরে, আবার দুজনের আচরণই আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এতে বোঝা গেলো যে তারা কুনোর জঙ্গলকে পছন্দ করেছে। ভারত সরকারের বন বিভাগের আইজি অমিত মালিক, উইই-এর প্রধান ওয়াইভি ঝালা, পিসিসিএফ এমপি জেএস চৌহান, পিসিসিএফ আর কে গোয়াল এবং নামিবিয়ার বিশেষজ্ঞ ওয়াল্ট প্রমুখ সমস্ত সম্ভাবনা অনুসন্ধান করে জানিয়েছেন যে, এই দুই ভাইয়ের তো দেখা পাওয়া গেলো, কিন্তু কবে তাঁরা বাকি চিতাগুলিকে কবে ছাড়তে পারবেন তার কোনো ঠিক নেই।

আফ্রিকা থেকে আসা এই চিতাগুলির নামকরণের জন্য লোকেরা অনলাইন প্রতিযোগিতায় ১১ হাজারের বেশি নাম প্রস্তাব করেছে। এই চিতা এবং চিতা প্রকল্পের নামকরণের জন্যই নরেন্দ্র মোদী ২৫শে সেপ্টেম্বর দেশবাসীকে আহ্বান করেছিলেন চিতা বাঘগুলিকে পরিদর্শন করার জন্য। MyGov তে এই নামকরণ প্রক্রিয়া ২৬ সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর অব্দি চালু ছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর