বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের চমক দিতে কার্পণ্য করে না কোনো সিরিয়ালই (Serial)। টিআরপি তুলতে এই চমক, গল্পে নতুন নতুন টুইস্ট গুলিই ভরসা নির্মাতাদের। গল্পে নতুন মোড় এলেই দর্শকদের আগ্রহ বাড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে টিআরপি। আর নম্বর বেশি থাকলে সেই সিরিয়ালের (Serial) মেয়াদও বেড়ে যায়।
শেষের মুখে একগুচ্ছ সিরিয়াল (Serial)
বর্তমানে অবশ্য বেশ অনেকগুলি সিরিয়ালই (Serial) শেষের মুখে এসে ঠেকেছে। টিআরপি কমে যাওয়ায় তড়িঘড়ি শেষ করে দেওয়া হচ্ছে গল্প। নতুন পুরনো সব সিরিয়ালই রয়েছে এই তালিকায়। দু বছরের বেশি পুরনো ধারাবাহিক (Serial) যেমন রয়েছে, তেমনি আবার এক বছরও পূর্ণ করতে না পারা সিরিয়ালও রয়েছে। সব মিলিয়ে টিআরপি তালিকায় বেশ বড়সড় অদলবদল হতে চলেছে শীঘ্রই।
শেষের মুখে জুড়ছে দুই সদস্য: জি এর একটি সিরিয়াল (Serial) বেশ অনেকদিন ধরেই শেষের জল্পনায় রয়েছে। অবশ্য দর্শকদের একটাই সান্ত্বনা, গল্প প্রায় ফুরিয়েই এসেছে ধারাবাহিকের (Serial)। দু বছরেরও বেশি সময় ধরে চলা মেগা এবার তাই অন্তিম লগ্নে এসে ঠেকেছে বলে খবর। একটা সময় টানা বেঙ্গল টপার হলেও এখন নম্বরও কমেছে অনেকটাই। তবে টুইস্ট এসে চলেছে এখনো। আর এবার নতুন দুই সদস্য বাড়তে চলেছে সিরিয়ালের (Serial) পরিবারে।
আরো পড়ুন : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন! চিনের চাপে চিড়ে চ্যাপ্টা হতে বসেছে “কাঙাল” পাকিস্তান
ব্যাপারটা ঠিক কী: কথা হচ্ছে জি বাংলার অন্যতম পুরনো সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’র বিষয়ে। গল্প প্রায় ফুরিয়ে এলেও শেষ লগ্নে দুই নতুন সদস্য জুড়তে চলেছে নিম ফুল পরিবারে। তবে তারা অবশ্য অন স্ক্রিনে নয়, জুড়বে অফস্ক্রিনে। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল, মা হতে চলেছেন নিম ফুলের (Serial) প্রাক্তন ‘মৌমিতা’ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তবে তিনি একা নন, প্রথম সন্তান আসছে সৃজনের ‘ছোটকা’ অভিনেতা প্রসূন গায়েনেরও। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার আসছে তাঁর সন্তান।
আরো পড়ুন : বাবা মায়ের স্বপ্নপূরণে ব্যর্থ, আত্মঘাতী স্কুল পড়ুয়া, আক্ষেপ করে বিশেষ আর্জি জানালেন আদানি
তবে এখানেও রয়েছে এক টুইস্ট। আসলে এই ভ্যালেন্টাইনস ডে তেই আসছে প্রসূন এবং তাঁর স্ত্রী পিয়ালীর প্রথম মিউজিক ভিডিও ‘আমার মন চায়’। এও তাঁদের সন্তানের মতোই। তবে এখানে অভিনেত্রী স্ত্রী পিয়ালীর সঙ্গে নয়, বরং অন্য নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে প্রসূনকে। প্রসঙ্গত, নিম ফুলের মধু সিরিয়ালে প্রথম থেকেই ইতিবাচক ছোটকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রসূনকে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায় তাঁর চরিত্রটি। গত বছর ১২ ফেব্রুয়ারি হঠাৎ করেই বিয়ে সেরে সকলকে চমকে দেন অভিনেতা।