শহীদ দিবসে যোগ দিতে মমতার ছবি গলায় নিয়ে ২৫০ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই একুশে জুলাই (21st july) ‘শহীদ দিবস’ উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) আয়োজিত সমাবেশে ভিড় জমাতে চলেছেন অসংখ্য মানুষ। বিগত দুই বছর ধরে করোনার (Corona) কারণে ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। তবে বর্তমানে করোনার প্রকোপ কমায় বিপুল জনসমাগম মাঝে অনুষ্ঠিত হতে চলেছে শহীদ দিবস। আর সেই উপলক্ষ্যে এবার এক বেনজির কাণ্ডের সাক্ষী থাকতে চলেছে বাংলা(West Bengal)।

শহীদ দিবসে যোগ দেওয়ার জন্য এবার সুদূর মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে দুই যুবক। তবে ট্রেন, বাস কিংবা ট্রাম নয়, সম্পূর্ণ রাস্তা পায়ে হেঁটে পার করতে চলেছে তারা। বর্তমানে তাদের এই কর্মকাণ্ড অবাক করে তুলেছে সকলকে। শহীদ দিবস উপলক্ষ্যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা বিগত বেশ কয়েক বছর ধরেই দেখা যায় আর এবার মুর্শিদাবাদের দুই যুবক বিষ্ণু সরকার এবং অসিত সরকারের কর্মকাণ্ড সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

গত শুক্রবার মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এলাকা থেকে মমতা বন্দোপাধ্যায়ের ছবি গলায় ঝুলিয়ে যাত্রা শুরু করেছে দুই যুবক। মুর্শিদাবাদের জলঙ্গীর তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক তাদেরকে উত্তরীয় পরিয়ে দেন। তবে পায়ে হেঁটে রাস্তা অতিক্রম করার ঘটনা এ প্রথম নয়, কয়েকদিন পূর্বে ডুয়ার্স থেকে পায়ে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন শংকর ভট্টাচার্য। ৭৫০ কিলোমিটার পথ হেঁটে পার করে সকলের নজরে আসেন তিনি আর এবার মুর্শিদাবাদের দুই যুবকের এহেন কাহিনী সকলকে হতচকিত করেছে।

এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন, “কোন অনুষ্ঠানে কত লোক হলো, তা কখনো সাফল্য তুলে ধরে না। আজ আমাদের দুইজন ছেলে যে সাহস দেখিয়ে চলেছে, তা অবাক করার মত। শহীদদের জন্য ওরা যে শপথ নিয়েছে, তা বাংলার প্রতিটি মানুষকে মুগ্ধ করবে।”

21st july

গোটা ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে বিষ্ণু সরকার বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী যে লড়াই এবং সংগ্রাম করে চলেছেন, তা আমাদের সকলকে মুগ্ধ করে তোলে। তিনি আমাদের অনুপ্রেরণা। তাই দলের পাশে থাকতে পারা এবং ২৫০ কিলোমিটার যাত্রাপথ পায়ে হেঁটে পার করার জন্য আমরা সব উজাড় করে দেব। আমরা চাই, বাংলার তরুণ সমাজ আরো বেশি করে উদ্বুদ্ধ হোক এবং মানুষের সেবার মাধ্যমে সবটুকু উজাড় করুক।”


Sayan Das

সম্পর্কিত খবর