বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যু নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এর মাঝেই গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতারের ঘটনায় বিতর্ক বহু গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই নয়া নয়া তথ্য সামনে উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় আর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে অনুব্রতর মোবাইল ফোন টেম্পারিংয়ের অভিযোগ তুললেন তাঁর আইনজীবী।
সিবিআইয়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ কেষ্টর আইনজীবীর? সম্প্রতি, গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীতে তৃণমূল নেতার নামে একের পর এক বেনামি সম্পত্তির হদিশ পায় তারা। একইসঙ্গে, সেই সময় অনুব্রতর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারী অফিসাররা। তবে এক্ষেত্রে তাদের পক্ষ থেকে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ সামনে এসেছে।
এ প্রসঙ্গে তৃণমূল নেতার আইনজীবীর অভিযোগ, উক্ত দুটি মোবাইল ফোনকে ডিজিটাল লক করেনি সিবিআই। অথচ তারপরেও সেটিকে নিজেদের কাছে রেখেছে তারা এবং এর এক সপ্তাহ পরে সেই তথ্য আদালতে পেশ করা হয়েছে।
পরবর্তীতে অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, “আমার মক্কেলের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পর সেগুলিকে ডিজিটাল লক করেনি CBI। তারপরেও সেগুলিকে নিজেদের কাছে তারা রেখেছে। আমাদের আশঙ্কা, এক্ষেত্রে মোবাইল ফোনগুলি টেম্পারিং হয়ে থাকতে পারে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থার তরফ থেকে কেন আইন মানা হলো না?” এরপর তিনি বলেন, “মোবাইল ফোনগুলি আদালতে জমা করুক সিবিআই।” পরবর্তীতে উক্ত ফোন দুটিকে সিআইডির ফরেন্সিক ল্যাবে পাঠানোর আর্জিও জানান আইনজীবী।
যদিও এক্ষেত্রে কেষ্টর আইনজীবীর দাবি একপ্রকার উড়িয়ে দেয় সিবিআই। আদালত সূত্রে খবর, উভয়পক্ষের দাবি-দাওয়া শোনার পর অবশেষে দুটি মোবাইল ফোনকে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানোর নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, সিবিআইয়ের কাছে থাকাকালীন ফোন দুটিকে টেম্পারিং করা হয়েছে কিনা, সেই সংক্রান্ত রিপোর্টও জানতে চেয়েছেন তিনি।