বাংলাহান্ট ডেস্ক : সমুদ্রের উপরে চলছিল নৌসেনার মহড়া। প্যারাশুট নিয়ে মাঝ আকাশে মহড়া দিচ্ছিলেন দুই নৌসেনা অফিসার (Navy Officer)। আচমকা ঘটে যায় অঘটন! হাওয়ায় প্যারাশুট জড়িয়ে নীচে নেমে আসতে থাকেন দুই অফিসার। সমুদ্রে আছড়ে পড়েন তাঁরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। দ্রুত উদ্ধার করা হয় দুই অফিসারকে (Navy Officer)।
মাঝ আকাশে বিপদে নৌসেনা অফিসাররা (Navy Officer)
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে চলছিল নৌসেনার মহড়া। ওই মহড়া দেখতে উপস্থিত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। রামকৃষ্ণ সৈকতে ইস্টার্ন ন্যাভাল কমান্ডের মহড়া চলার সময়েই আচমকা ঘটে দুর্ঘটনা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এটি ওই সময়কারই ভিডিও। তবে এর সত্যতা যাচাই করা হয়নি।
কী দেখা গেল ভিডিওতে: ভিডিওতে দেখা যায়, সমুদ্রের প্রায় ২০০-৩০০ ফুট উঁচুতে প্যারাশুট নিয়ে মহড়া দিচ্ছিলেন দুই নৌসেনা অফিসার (Navy Officer)। আচমকাই পরস্পরের খুব কাছাকাছি চলে আসেন তাঁরা। হাওয়ায় জড়িয়ে যায় তাঁদের প্যারাশুট। তারপরেই মাঝ আকাশে ঘুরপাক খেতে থাকেন দুই অফিসার।
আরো পড়ুন : ‘পেঁপে দিয়ে চেপে’ নয়, হকিস্টিকে ভর করে আসছে নতুন গল্প, দীপান্বিতার নায়ক এই হ্যান্ডসাম হিরো!
উদ্ধার করা হয় দুজনকে: বেশ কিছুক্ষণ ওই অবস্থায় ঘুরপাক খাওয়ার পর প্যারাশুট সমেত দুজনেই আছড়ে পড়েন সমুদ্রে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা যাচ্ছে। আসলে কাছেই নৌসেনার একটি নৌকা টহল দিচ্ছিল। তারাই দ্রুত দুই অফিসারকে (Navy Officer) উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
আরো পড়ুন : কাজাখস্তান-কোরিয়ার পর এবার এই দেশ! ফের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত একাধিক
উল্লেখ্য, আগামীকাল ৪ ঠা জানুয়ারি বিশাখাপত্তনমের রামকৃষ্ণ সৈকতে নৌসেনার (Navy Officer) কর্মক্ষমতা প্রদর্শনী রয়েছে। সেখানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে খবর। ভাইস অ্যাডমিরাল রাজেশ পেনধারকর ইস্টার্ন ন্যাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ এই প্রদর্শনী আয়োজন করছেন।
The Indian Navy MARCOS are fine. They did not collide; instead, the parachutes had become entangled. The rescue boats were nearby and reached the location where they had fallen.#Vizag pic.twitter.com/SRoKqJplhV
— Akash Sharma (@kaidensharmaa) January 3, 2025