বাংলাহান্ট ডেস্ক : এক মাসও হয়নি শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জি বাংলার নতুন সিরিয়ালগুলির (Serial) মধ্যে এটি অন্যতম। প্রথম থেকেই দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে ধারাবাহিকটি। নতুন জুটিকে ঢালাও ভালোবাসা দিচ্ছেন_ দর্শকরা। মাত্র দু সপ্তাহেই টিআরপিতে চমক দেখিয়েছে এই নতুন সিরিয়াল (Serial)।
শুরু হয়েই দর্শক টানছে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল (Serial)
শুরু হতে না হতেই দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে চিরদিনই তুমি যে আমার। অসমবয়সী এই প্রেম কাহিনি বেশ পছন্দ করছেন দর্শকরা। দিতিপ্রিয়া জিতুর জুটিও প্রশংসা পাচ্ছে দর্শক মহলে। সেই সঙ্গে আগামীতে কী ঘটতে পারে সিরিয়ালে (Serial) তা নিয়েও চলছে চর্চা।
বেশ কিছু রহস্য উদঘাটন হওয়া বাকি: শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন দুই চরিত্র পা রাখতে চলেছেন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে (Serial)। সবে শুরু হয়েছে ধারাবাহিকটি। এখনো অনেক রহস্যই উদঘাটিত হওয়া বাকি। সেই সঙ্গে সিরিয়ালের (Serial) কিছু নতুন চরিত্রদের সঙ্গেও পরিচয় হওয়া বাকি। এখনো পর্যন্ত নায়িকা অপর্ণার পরিবারকে দেখেছে দর্শক। কিন্তু নায়ক আর্য সিংহ রায়কে নিয়ে রয়ে গিয়েছে অনেক রহস্য।
আরো পড়ুন : আট মাসে দুবার স্লট বদল, তবুও ধরা দিল না TRP, এইদিনই অন্তিম সম্প্রচার জি বাংলার মেগার!
দুজন নতুন এন্ট্রি: জল্পনা বলছে, একসঙ্গে দুই জনপ্রিয় অভিনেত্রী পা রাখতে চলেছেন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে (Serial)। দীর্ঘদিন পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, সিরিয়ালে নায়ক আর্যর মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও আরো এক চরিত্র এন্ট্রি নিচ্ছে বলে খবর, যিনি এই গল্পের অন্যতম নায়িকা হতে চলেছেন।
আরো পড়ুন: গদি হারাবেন হাসিনা, আগে থেকেই জানত ভারত? বাংলাদেশ নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন জয়শঙ্কর
গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ কয়েক বছর পর আবারও ছোটপর্দায় তথা জি বাংলার এই মেগায় (Serial) পা রাখতে চলেছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। এর আগে জিতুর সঙ্গে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে, সিরিয়ালে জিতুর প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টুম্পাকে। যদিও গুঞ্জন তীব্র হলেও এ বিষয়ে এখনো মুখ খোলেনি সিরিয়াল কর্তৃপক্ষ।