কাঁটায় কাঁটায় টক্কর জি বাংলা-স্টার জলসার, একসঙ্গে নতুন “ধামাকা” দুই চ্যানেলে! ঝড় উঠবে TRP-তে

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে এখন শুধুই নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার ধুম। পুরনো বা কম টিআরপির সিরিয়ালগুলি শেষ হচ্ছে বটে, সেই সঙ্গে শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। নতুন গল্প দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকরা। সেই সঙ্গে নতুন সিরিয়ালে (Serial) কোন নায়ক নায়িকাদের দেখা যাবে তা জানতেও আগ্রহী সকলে।

নতুন সিরিয়াল (Serial) আসছে জলসায়

বেশ কিছু ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই। আর এই তালিকায় উল্লেখযোগ্য নাম ক্রেজি আইডিয়াজ প্রোডাকশনের আসন্ন মেগা। এই নামী প্রোডাকশন খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) আনতে চলেছে বলে খবর। এবার এই আসন্ন সিরিয়াল (Serial) নিয়েই এল বড় খবর।

Two new serial coming in zee Bangla star jalsha

হয়ে গিয়েছে প্রোমো শুটিং: গুঞ্জন বলছে, এই নতুন সিরিয়ালটি (Serial) আসতে চলেছে স্টার জলসার পর্দায়। ইতি মধ্যেই নাকি হয়ে গিয়েছে প্রোমো শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের পরেই প্রকাশ্যে আসবে প্রোমো। এও জানা যাচ্ছে, একটি নতুন প্রেমের কাহিনি নিয়ে আসতে চলেছে নতুন সিরিয়াল( Serial), যা দর্শকদের চমকে দেবে।

আরো পড়ুন : স্বামী-স্ত্রী দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের নায়ক-নায়িকা, ৪ বছর পেরিয়ে ভাঙছে লোক দেখানো “চুক্তির বিয়ে”!

কী নাম নতুন মেগার: টেলিপাড়ায় গুঞ্জন, এই নতুন সিরিয়ালের জন্য আপাতত নাকি দুটি নাম ঠিক করা হয়েছে- মন পাখি এবং স্বপ্নময় লেন। তবে এর মধ্যে কোনটি চূড়ান্ত হবে তা এখনো জানা যায়নি। এর আগে শোনা গিয়েছিল, এই মেগার মাধ্যমেই প্রথম বার জলসায় পা রাখতে চলেছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। নায়ক হিসেবে নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে তাঁর। অভিষেকের বিপরীতে দেখা যেতে পারে কোনো নতুন নায়িকাকে। আপাতত তারই খোঁজ চলছে। প্রোমো সামনে আসলে জানা যাবে আসন্ন সিরিয়ালের (Serial) নামও।

আরো পড়ুন : আবির জমানা শেষ, জলসার পাট চুকিয়ে জি বাংলায় ফিরছেন যিশু! এবার কোন ভূমিকায়?

অন্যদিকে জি বাংলাতেও আসছে শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই ২১ শে ফেব্রুয়ারি নাকি প্রোমো শুট হয়েও গিয়েছে সেই নতুন সিরিয়ালের। আসন্ন এই সিরিয়ালের (Serial) নাম হতে চলেছে ‘তুই আমার হিরো’। প্রধান চরিত্রে রুবেলের বিপরীতে থাকবেন মোহনা মাইতি। প্রোমো শুট শেষ হওয়ার পর এপিসোডের শুটিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর