টি-টোয়েন্টি বিশ্বকাপ, 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপের পর এবার ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে আইসিসির তরফে আরো দুটি নতুন নতুন টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে। এই দুটি টুর্নামেন্ট হল ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ এবং টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ। আইসিসির তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে, দশটি দেশ নিয়ে টিটোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ এবং ছয়টি দেশ নিয়ে ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপের আয়োজন করতে চলেছি আইসিসি।
আইসিসির তরফে এই দুটি টুর্নামেন্ট যুক্ত করতে চলেছে 2023- 2031 সালের ক্রিকেট ক্যালেন্ডারে। গত বছর অক্টোবর মাসে আইসিসি তাদের বোর্ড মিটিংয়ে এই বিষয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে, তখন থেকেই এই ব্যাপারে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। জানা গিয়েছে, অসিসির তরফে এই দুটি টুর্নামেন্ট চালু করার জন্য বদ্ধ পরিকর, তারা চাইছে যত দ্রুত সম্ভব এই টুর্নামেন্ট চালুর ব্যাপারে সমস্ত জোট কাটিয়ে টুর্নামেন্ট চালু করতে।
এই টিটোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ মূলত টিটোয়েন্টি বিশ্বকাপের মতোই হতে চলেছে। 10 টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে মোট 48 টি ম্যাচ হবে। অপরদিকে ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ হতে চলেছে মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই। এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে ছয়টি দল মোট 16 টি ম্যাচ অনুষ্ঠিত হবে।