বাংলাহান্ট ডেস্কঃ রিপোর্ট বলছে ২৯ টি দেশে ওমিক্রনে (omicron) আক্রান্ত রোগীর হদিশ পাওয়া গিয়েছে। করোনা ভাইরাসের নতুন ‘বি.১.১.৫২৯’ রূপকে উদ্বেগজনক বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ অর্থাৎ ‘ওমিক্রন’ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। আর সবথেকে চিন্তার বিষয় হল, এই তালিকায় ঢুকে পড়েছে ভারতের (india) নামও।
দেশ নতুন করে উদ্বেগ তৈরি করা করোনার এই নতুন ভেরিয়েন্ট ভারতেও ঢুকে পড়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই কর্ণাটকে (karnataka) এক মহিলা এবং এক পুরুষ অর্থাৎ ২ জন ব্যক্তির দেহে এই ভাইরাসের লক্ষণ পাওয়া গিয়েছে। ‘কনট্যাক্ট ট্রেসিং’- করা হয়েছে আক্রান্তদের। তাঁদের বয়স প্রায় ৪৬ এবং ৬৬ বছর। বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে।
করোনার এই নতুন রূপের ফলে ইতিমধ্যেই বিভিন্ন দেশ আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে দিয়েছে। সীমান্ত বন্ধের দিকে এগিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ একাধিক দেশ। গবেষকদের মতে, যে ব্যক্তি আগে করোনা আক্রান্ত হয়েছেন, তিনি আবার ওমিক্রনে আক্রান্ত হতেও পারেন। তবে এখনই এই বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। আরটি-পিসিআর পরীক্ষার পরই জানা যাবে এবং করোনা টিকা কার্যকর হবে কিনা সেটা নিয়েও গবেষণা চলছে।
এই ভাইরাসের বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানান, ‘এখনও অবধি ওমিক্রনে আক্রান্তের ফলে মারাত্মক কোনও উপসর্গের বিষয়ে জানা যায়নি। যেসকল রোগীরা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে উপসর্গ মৃদুই রয়েছে। করোনার এই নতুন রূপ নিয়ে গবেষণা জারি রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।