আল কায়েদা যোগসূত্র! জঙ্গি সন্দেহে গ্রেফতার ডায়মন্ড হারবার নিবাসী দুই যুবক

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ফের একবার জঙ্গি যোগ আর সেই অভিযোগেই এবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) নিবাসী দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ওই দুই অভিযুক্ত আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে খবর সামনে এসেছে। এদিন ডায়মন্ড হারবার পুলিশ টিম এবং এসটিএফের যোগসূত্রে সমীর হোসেন শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবার এলাকা থেকে সমীর হোসেন শেখ নামে যুবকটির সন্ধান মিললেও অপর অভিযুক্ত সাদ্দাম হোসেন খান মুম্বইয়ের নির্মল নগর এলাকায় আত্মগোপন করে থাকে। এদিন মুম্বই পুলিশের সাহায্যে এসটিএফ-এর তরফ থেকে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত দুই জঙ্গি সমীর হোসেন শেখ এবং সাদ্দাম হোসেন খানের বাড়ি যথাক্রমে ডায়মন্ড হারবারের দেউলপোতা এলাকা এবং পারুলিয়া কোস্টাল থানা এলাকা। দুজনেই আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, এই দুই যুবকের ওপর প্রধানত সোশ্যাল মিডিয়ার দ্বারা সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল। বেশ কয়েকদিন ধরেই তাদের ওপর সন্দেহ ছিল পুলিশের এবং অবশেষে এদিন ডায়মন্ড হারবার এবং মুম্বই থেকে গ্রেফতার করা হয় দুই জঙ্গিকে।

উল্লেখ্য, এর আগেও উত্তর চব্বিশ পরগনা থেকে ২ জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আর এবার ডায়মন্ড হারবার নিবাসী ২ যুবকের জঙ্গি কার্যকলাপে জড়িত থাকা ইতিমধ্যে চিন্তায় ফেলেছে প্রশাসনকে। বারংবার ধরে বাংলার বুকে জঙ্গিদের এহেন বাড়বাড়ন্ত কিভাবে এবং এদের মূলে কারা রয়েছে, বর্তমানে তা খতিয়ে দেখতে তৎপর পুলিশ।


Sayan Das

সম্পর্কিত খবর