চেন্নাইয়ের কাছে লজ্জার হারের পর আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন আরসিবির দুই বিদেশী তারকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে 191 রানের বিরাট স্কোর খাড়া করেছেন চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে 122 রানেই শেষ হয়ে আরসিবির ইনিংস। 69 রানে চেন্নাই সুপার কিংস এর কাছে লজ্জার হার স্বীকার করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লাগাতার চার ম্যাচ জেতার পর চেন্নাইয়ের কাছেই প্রথম হারলো আরসিবি 2021 আইপিএলে।

চেন্নাই ম্যাচ হারার পরে আরও একটি খারাপ খবর এলো আরসিবির জন্য। করোনা পরিস্থিতির অজুহাতে এবার আইপিএল থেকে নাম তুলে নিলেন আরসিবির দুই তারকা  বোলার অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। জানা গিয়েছে তারা ব্যক্তিগত কারনের জন্য আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে দেশে ফিরে গিয়েছেন।

আরসিবির তরফ থেকে জানানো হয়েছে, “ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল 2021 থেকে নিজেদের নাম তুলে নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। বাকি আইপিএলে এই দুই ক্রিকেটারকে আর পাওয়া যাবে না। তাদের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং সম্মান করেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।” অপরদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাইও আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন।

X