দু’দিন ধরে মহাকাশে পাঠানো হবে দু’টো রকেট! চন্দ্রযান-৪-এ হবে বড় ধামাকা, জোর প্রস্তুতি ISRO-র

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে নজির গড়েছে ISRO ( Indian Space Research Organisation)। যদিও, এই বিরাট সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রস্তুতি নিচ্ছে পরবর্তী অভিযানগুলির। এমতাবস্থায়, জোরকদমে কাজ চলছে চন্দ্রযান-৪-এর জন্য। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই অভিযান সংক্রান্ত বড় আপডেট সামনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এতদিন ধরে ISRO-র প্রতিটি অভিযানে ব্যবহৃত হত ১ টি করে রকেট। কিন্তু, এদিক থেকে ব্যতিক্রম হতে চলেছে চন্দ্রযান-৪। কারণ, এই বিশেষ অভিযানের জন্য ISRO লঞ্চ করবে দু’টি রকেট।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই রকেটগুলি একই দিনের পরিবর্তে লঞ্চ করা হবে পৃথক পৃথক দিনে। যেটির জন্য ব্যবহার করা হবে ভারী ওজন বহনে সক্ষম LVM3 রকেট এবং হালকা ভার বহনে সক্ষম PSLV রকেট। জানা গিয়েছে যে, ওই দুই রকেটের মাধ্যমে চন্দ্রযান-৪-এর বিভিন্ন পেলোড পাঠানো হবে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই চন্দ্রযান-৪ মিশনের আসল লক্ষ্য সম্পর্কেও তথ্য সামনে এসেছে। চন্দ্রযান-৩ মিশনে যেখানে লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফল অবতরণ এবং চন্দ্রপৃষ্ঠে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো, সেখানে চন্দ্রযান-৪ অভিযানের লক্ষ্য হতে চলেছে অনেকটাই আলাদা। এক্ষেত্রে ISRO চাঁদের বুক থেকে চাঁদের মাটি এবং পাথর পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিন চাঁদ থেকে চন্দ্রপৃষ্ঠের মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনতে সফল হয়েছে। এবার সেই চেষ্টায় কাজ শুরু করেছে ভারত। পাশাপাশি, চন্দ্রযানের পরবর্তী অভিযান হওয়ার কথা রয়েছে ২০২৮ সালে। এমতাবস্থায়, এক্ষেত্রেও সাফল্য মিলে ভারত এই বিষয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: বিশ্বকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন মোদী! রুখে দিয়েছিলেন পুতিনকে, প্রকাশ্যে বড় তথ্য

সম্প্রতি, ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোসিয়ামে জানিয়েছিলেন যে, চন্দ্রযান-৪-এর একমাত্র লক্ষ্য হল বৈজ্ঞানিক পরীক্ষার জন্য চন্দ্রপৃষ্ঠের পাথর এবং মাটির সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন, পূর্বের অভিযানগুলিতে ২ থেকে ৩ টি মডিউল বা অংশ থাকলেও চন্দ্রযান-৪-এর অভিযানে যে মহাকাশযান ব্যবহার করা হবে সেক্ষেত্রে থাকবে ৫টি মডিউল। সেগুলি হল প্রোপালসান মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল, ট্রান্সফার মডিউল এবং রি-এন্ট্রি মডিউল।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা! নতুন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর, মহিলারা পাবেন মোটা টাকা

এমতাবস্থায়, এই পাঁচটি মডিউলকেই মহাকাশে নিয়ে যাবে দু’টি রকেট। তবে, চন্দ্রযান-৪ অভিযানের আগে ISRO প্রস্তুতি নিচ্ছে আরও একটি বড় মহাকাশ অভিযানের। যেটি হল গগনযান অভিযান। ওই অভিযানে মহাকাশে মহাকাশচারীদের পাঠিয়ে পৃথিবীতে ফিরিয়ে আনবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইতিমধ্যে এই অভিযানের জন্য চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর