নামমাত্র TRP-তে আর টেকা গেল না, চ্যানেলের এক কোপে মোটে সাত মাসেই “খেল খতম” জোড়া সিরিয়ালের!

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় কান পাতলেই এখন শুধু সিরিয়াল (Serial) বন্ধ হওয়ার খবর। একের পর এক ধারাবাহিক শেষ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র টিআরপির অভাবে। শুধু যে তথাকথিত প্রথম সারির সিরিয়াল (Serial) শেষ হচ্ছে, তা কিন্তু নয়। অন্য সমস্ত চ্যানেলেই ধারাবাহিক শুরু আর শেষ হওয়ার খেলা অব্যাহত রয়েছে।

পরপর শেষ হচ্ছে সিরিয়াল (Serial)

বিগত কয়েকদিনে বেশ কয়েকটি সিরিয়াল (Serial) শেষ হয়েছে। অন্যদিকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক। বেশ কিছু সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষাতেও রয়েছে। প্রোমো সামনে আসলেও এখনও সম্প্রচারের তারিখ এবং সময় জানানো হয়নি। ফলত সেই সব সিরিয়ালগুলির (Serial) সম্ভাব্য টাইম স্লট নিয়ে চলছে জল্পনা।

Two serial ending from different channels

শেষের মুখে জনপ্রিয় ধারাবাহিক: এর মধ্যেই সিরিয়াল (Serial) বন্ধের খবরে শোরগোল দর্শক মহলে। এবার একটি নয়, জোড়া সিরিয়াল বন্ধ হতে বসেছে। দুটি চ্যানেলের দুটি ধারাবাহিক (Serial) শেষ করে দেওয়া হচ্ছে টিআরপির অভাবে। দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, সান বাংলার ‘বসু পরিবার’ শেষ হচ্ছে। অন্তিম শুটিংও সেরে নিয়েছে সিরিয়ালের (Serial) টিম।

আরো পড়ুন : তলে-তলে এই প্ল্যান! ভারতকে বড়সড় ঝটকা দেওয়ার প্রস্তুতি বাংলাদেশের, তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে চিন?

বছর ঘোরার আগেই ফুরোলো গল্প: প্রথম দিকে বেশ দর্শক টেনেছিল বসু পরিবার। বিশেষ করে দীপ্তেশ আর নীলুর রসায়ন সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছিল। নায়ক নায়িকার অভিনয় বেশ উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু ধীরে ধীরে কমেছে টিআরপি। সেই কারণেই সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়া হয়েছে বলেই শোনা যাচ্ছে। এই তালিকায় যুক্ত হয়েছে আরো এক মেগা। মাত্র সাত মাসেই গল্প ফুরোতে বসেছে সিরিয়ালটির।

আরো পড়ুন : তেজস নিয়ে টালবাহানা! যুদ্ধবিমান সরবরাহের ব্যর্থতায় “HAL”-এর ওপর চটলেন বায়ুসেনা প্রধান

গত বছরের জুলাই মাসে পথচলা শুরু করেছিল জি বাংলার ‘মালাবদল’। কিন্তু প্রথম থেকেই টিআরপি তালিকায় শেষের দিকেই জায়গা পেয়েছে সিরিয়ালটি (Serial)। ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হয়েও টিআরপিতে প্রভাব ফেলতে পারেনি। এই সিরিয়ালটি শেষের গুঞ্জন অবশ্য অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু নায়িকা জোর দিয়ে দাবি করেছিলেন, এখনো অনেক গল্প বলা বাকি। যদিও টেলিপাড়ার গুঞ্জন, গল্প নাকি ফুরিয়েছে মালাবদলের। এমনকি চলতি সপ্তাহেই শেষ শুটিং হতে পারে ধারাবাহিকের। তবে চ্যানেলের তরফে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর